নিজস্ব প্রতিনিধি
সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা
![দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক নুরুজ্জামান দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক নুরুজ্জামান](https://www.eyenews.news/media/imgAll/2021April/manobjamin-narayanganj-eyen-2207172101.jpg)
দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক নুরুজ্জামান
দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক নুরুজ্জামান মোল্লাকে (৪৫) কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ আহত সাংবাদিক নুরুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রোববার (১৭ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্র থেকে নিজ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পুলিশের গাড়ি চলে আসায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ মারাত্মক আহত অবস্থায় সাংবাদিক নুরুজ্জামানকে উদ্ধার করে প্রথমে মদনপুর আরকে হাসপতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাংবাদিক নুরুজ্জামানের স্ত্রী জানান, নুরুজ্জামানের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ও ইট দিয়ে আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুব জানান, কমতাল হালুয়াপাড়া এলাকার মজিবর মিয়ার মেয়ে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এসএসসি পরীক্ষার্থী মাহমুদা আক্তার (১৫) কোচিং করে বাড়ি ফেরার পথে সকাল ১০টায় সন্ত্রাসী কাইয়ূমের নেতৃত্বে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের বাধার মুখে ছাত্রীটি অপহরণকারীদের হাত থেকে রক্ষা পায়। এ ঘটনার সংবাদ পেয়ে কামতাল তদন্তকেন্দ্র পুলিশ ও সাংবাদিক নুরুজ্জামান ঘটনাস্থলে আসে। পুলিশ অপহরণে ব্যবহৃত গাড়ি জব্দসহ চালককে আটক করে। পরে সাংবাদিক নুরুজ্জামান তার নিজ মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অপহরণকারী সন্ত্রাসীরা তার ওপর হামলা করে।
- আরও পড়ুন- লিটারে ১৪ টাকা কমলো সয়াবিন তেলের দাম
বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024