নিজস্ব প্রতিনিধি
মাদকবাহী বেপরোয়া গাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/rangpur-car-burn-by-people-eyenews-2207221625.jpg)
রংপুর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে তিস্তা সেতু হয়ে দ্রুতবেগে লালমনিরহাটের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। পথে তিস্তা সেতুর আগে রিকশা, অটোরিকশা এবং অন্য একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় গাড়িটি। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদকবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। তবে গাড়িটির চালক ও আরোহীরা সবাই পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ইছলী এলাকায় এ ঘটনা ঘটে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আরিফ হোসেন ও গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোজাম্মেল হক ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, রাত ৯টার দিকে রংপুর থেকে নম্বরপ্লেটবিহীন একটি প্রাইভেট কার ফেন্সিডিল নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পথে ডিবি পুলিশের একটি দল গাড়িটিকে থামার নির্দেশ দেয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে পালাতে গিয়ে একটি রিকশা ও একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে আটকের চেষ্টা করে।
বেপরোয়া গাড়িটি ইছলী এলাকায় সিরাজুল মার্কেটের কাছে গেলে লালমনিরহাট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এ সময় বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিলে মাদকবাহী গাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পুলিশ আসার আগেই মাদকবাহী গাড়িটিতে থাকা সবাই পালিয়ে যায়। উদ্ধার করা যায়নি তাদের সঙ্গে থাকা মাদকও। তবে ফায়ার সার্ভিস গাড়িটির ভেতর থেকে ফেন্সিডিলের দুটি পোড়া বোতল উদ্ধার করেছে।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশস অফিসার মোজাম্মেল হোসেন বলেন, থানা থেকে খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা যাওয়ার আগেই গাড়িটির ৯০% পুড়ে যায়। গাড়িটি থেকে ফেন্সিডিলের দুটি পোড়া বোতল পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে ফিরে গঙ্গাচড়া থানার ওসি, তদন্ত আরিফ আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারটি মাদক বহন করছিল। গাড়ি পুড়ে যাওয়ায় সেগুলো উদ্ধার করা যায়নি। গাড়িটির মালিকপক্ষের খোঁজে অনুসন্ধান চলছে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024