আইনিউজ ডেস্ক
ফেনীতে ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/feni-road-accident-cng-truck-eyenews-2207221629.jpg)
ফেনীর পাঁচগাছিয়া এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় চারজন আহত হন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি চালক দাগনভূঁঞা মোমারিজপুর গ্রামের মো. শাকিল (২০) ও ইয়াকুবপুর গ্রামের জেসমিন আক্তার (৪৫)। আহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি।
আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ও আহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির ট্রাকটি ফেনীর দিক থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। অন্যদিকে অটোরিকশাটি দাগনভূঁঞার দিক থেকে ফেনীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলে নিহত হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ দুজন নিহত ও চারজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024