ঢাকা:
বেড়েছে লবণের দামও
![দেশে চলতি বছর ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদম হয় দেশে চলতি বছর ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদম হয়](https://www.eyenews.news/media/imgAll/2021April/বেড়েছে-লবণের-দাম-ঢাকা-eyenews-2209081315.jpg)
দেশে চলতি বছর ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদম হয়
রাজধানী ঢাকার বাজারগুলোতে নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। সেই ধারাবাহিকতায় দাম বেড়েছে প্যাকেটজাত লবণেরও। খুচরা ও পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাসে তিন দফায় কেজিতে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। কয়েক দিন আগে প্রতি কেজি প্যাটেকজাত লবণের দাম বেড়েছে ৩ টাকা।
লবণের দাম বাড়ায় ক্রেতাদের মাঝে তীব্র প্রতিক্রিয়া থাকলেও পাইকারি ও খুচরা ব্যবসায়ী বলছেন, তারা লবণের দাম বাড়ানোর বিষয়ে কিছু জানেন না।
েদিকে ব্যবসায়ীরা বলছেন, চলতি বছরের শুরুর দিক থেকে থেমে থেমে সব ধরনের পণ্যের দাম বাড়ছে। উৎপাদক কোম্পানিগুলো তাদের পণ্যের দাম হুট করে না বাড়িয়ে প্রতি সপ্তাহ বা ১৫ দিন পর পর দাম বাড়াচ্ছে। এভাবে লবণের দামও গত দুই মাসে কেজিতে ৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কোম্পানির বিপণন প্রতিনিধিদের কাছে দাম বাড়ার কারণ জানতে চাইলে তারা কোনো উত্তর দেননি।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী, খিলগাঁও ও উত্তর বাড্ডা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের লবণের দাম বেড়েছে। কোম্পানিভেদে প্রতি কেজিতে বেড়েছে ৩ টাকা। বর্তমানে এক কেজি লবণ বিক্রি হচ্ছে ৩৮ টাকা করে, যা তিন দিন আগেও ৩৫ টাকা করে বিক্রি করেছেন ব্যবসায়ীরা।
এর আগে কোরবানির ঈদের সময় প্যাকেটজাত ২৫ কেজি লবণের এক বস্তার দাম ছিল ৭৫০ টাকা। ঈদের পরেই তা ৫০ টাকা বেড়ে হয়েছে ৮০০ টাকা। আগস্টে আরেক দফায় বস্তাপ্রতি ১০ টাকা বেড়েছে। এখন এক বস্তার দাম ৮৫০ টাকা।
লবণের দাম বাড়া প্রসঙ্গে খিলগাঁও এলাকার খুচরা বিক্রেতা আসাদ দেশ রূপান্তরকে বলেন, ‘গত কোরবানির ঈদ থেকে লবণের দাম বাড়তি। মানুষ লবণ কম কিনছেন বলে এ নিয়ে তেমন একটা কথা হয় না। এখন এক প্যাকেট লবণ বিক্রি করছি ৩৮ টাকা করে, যা এক মাস আগেও ৩৩-৩৫ টাকায় বিক্রি করতাম।’ কয়েক দিন পর পর লবণের দাম কেন বাড়ছে তা নিয়ে তারও প্রশ্ন আছে বলে তিনি জানান।
মহাখালীর আমিনা স্টোরের স্বত্বাধিকারী সিরাজ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এখন আতঙ্কে। কোম্পানির লোকেরা কখন এসে বলে, অমুক পণ্যের দাম বেড়েছে।’
প্রসঙ্গত, দেশে চলতি বছর ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়। প্রতি বছর দেশে আয়োডিনযুক্ত খাওয়ার লবণের চাহিদা ৯ লাখ মেট্রিক টন। প্রতি টন লবণ পরিমিত মাত্রায় আয়োডিন যুক্ত করতে প্রায় ৫৫ গ্রাম পটাশিয়াম আয়োডাইড প্রয়োজন হয়। সেই হিসাবে প্রতি বছর আয়োডিন লাগে ৪০ টনের বেশি। এসব আয়োডিন সরকারিভাবেই আমদানি করা হয়। তা ছাড়া বাণিজ্যিকভাবে লবণ উৎপাদনকারী ৩০০-এর বেশি করপোরেট কোম্পানি রয়েছে।
কারওয়ান বাজারে তুহিন নামে একটি বেসরকারি কোম্পানির চাকরিজীবীর সঙ্গে কথা হলে তিনি বিদ্রুপের সুরে দেশ রূপান্তরকে বলেন, ‘এ সময়ে দেশের সব ধরনের পণ্যের দামই তো বেড়েছে। তাহলে লবণের দাম বৃদ্ধি পেলে এতে দোষের কিছু নেই। অন্যান্য পণ্যের মতো লবণের দাম বাড়াও একধরনের অধিকার। তাই লবণও হয়তো তাদের অধিকার থেকে বঞ্চিত থাকতে চায়নি।’ তিনি আরও বলেন, দেশের মধ্যে কক্সবাজার, টেকনাফের মতো লবণ উৎপাদনের এত বড় ক্ষেত্র থাকতে কেন দাম বাড়ছে, তার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। হয়তো কোনো এক অদৃশ্য হাত রয়েছে।’
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024