শরিয়তপুর প্রতিনিধি
আপডেট: ১৯:৫২, ১১ অক্টোবর ২০২২
প্রধানমন্ত্রী বেঁড়িবাধ করার অনুমতি দেয়ায় সখিপুরবাসীর উচ্ছাস
![প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি](https://www.eyenews.news/media/imgAll/2021April/সখিপুরে-বাধভাঙা-উচ্ছাস--eyenews-2210111827.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি
শরীয়তপুরের সখিপুরের চরভাগা, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে পদ্মা নদী ভাঙনরোধে ৫৫২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকার স্থায়ী প্রকল্প অনুমোদন দিয়েছেন জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)। মঙ্গলবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের অনুমোদন দিয়েছেন খবর শুনে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সখিপুরের হাজার হাজার নারীপুরুষ। তাদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। এলাকায় মিষ্টি বিতরণসহ রঙ ছিটিয়েও উল্লাস করছে তারা।
বেঁড়িবাধ করার অনুমতি দেয়ার খবর শুনে ষাটোর্ধ্ব ছলেমান গাজী ও সোনাব আলী বলেন, “হুনলাম প্রধানমন্ত্রী আজকে নদীভাঙন রক্ষার করার লাইগা বেঁড়িবাধ অনুমতি (অনুমোদন) দিছে। শেখ হাসিনারে ধন্যবাদ। আমাগো কি যায় নাই নদীতে, “বাপদাদার ভিটামাটি, কবর, মসজিদ কোনডাই বাকি নাই। এইবার হইবো, ইনশাআল্লাহ। কারণ, বঙ্গবঙ্গুর মেয়ে শেখ হাসিনা অনুমতি দিচ্ছে। সাড়ে ৫শ কোটি টাহার কাম। নড়িয়ার লাহান সোন্দর হইয়া যাইবো, নদীরপাড়া। প্রধানমন্ত্রীর লাইগা দোয়া করি।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরভাগা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা হাবিবুর রহমান সিকদার বলেন, প্রায় ৫০ বছর যাবৎ আমরা পদ্মার ভয়াল ভাঙনের শিকার হচ্ছি। অনেকেই অনেক কিছু হারিয়েছি। এবার পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে চরভাগা, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে পদ্মা নদী ভাঙনরোধে ৫৫২ কোটি টাকা ৪৮ লাখ ৭১ হাজার টাকার স্থায়ী প্রকল্প অনুমোদন দিয়েছেন। এজন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সখিপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, ৫০ বছরের দুঃখ এবার ঘুচাবে। পদ্মার ভাঙনের হাত থেকে সখিপুরের চার ইউনিয়নকে রক্ষার জন্য স্থায়ী প্রকল্প অনুমোদন করায় প্রথমেই বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমকে বিশেষ ধন্যবাদ।
- ডিমলায় প্রকাশ্যে ঘুষ নেওয়া শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি
- দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন ছাত্রলীগ নেতা
এ বিষয়ে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, অশেষ কৃতজ্ঞতা বঙ্গবন্ধু'র বীর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া থেকে চরমোহন পর্যন্ত নদীভাঙা রোধকল্পে ৫৫২ কোটি ৪৮ লক্ষ ৭১ হাজার টাকার স্থায়ী প্রকল্প অনুমোদন দিয়েছেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
এ প্রকল্পটির কারণে শরীয়তপুরের নড়িয়ার মতো নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে সখিপুরের মানুষ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শরীয়তপুরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করে সবদিক দিয়ে উন্নত সমৃদ্ধ জেলায় পরিণত করে যাচ্ছেন। মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর প্রতি আমরা শরীয়তপুরবাসী চিরঋণী।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar
মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা
মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024