খুলনা প্রতিনিধি
খুলনায় বিএনপির সমাবেশ, বিরোধী দলের হামলার আশঙ্কা
![খুলনার গণসমাবেশে নেতাকর্মীদের ঢল খুলনার গণসমাবেশে নেতাকর্মীদের ঢল](https://www.eyenews.news/media/imgAll/2021April/খুলনায়-২১-২২-অক্টোবর-বাস-বন্ধের-সিদ্ধান্ত-eyenews31-2210221741.jpg)
খুলনার গণসমাবেশে নেতাকর্মীদের ঢল
আজ শনিবার সকাল থেকেই আলোচনায় খুলনায় অনুষ্ঠিত বিএনপির গণসমাবেশ। নানা বাঁধা বিপত্তি আর পরিবহণ দুর্ভোগের পরও কানায় কানায় পরিপূর্ণ জনসমাগম ঘটেছে এই সমাবেশে। কিন্তু নেতৃবৃন্দ আশঙ্কায় আছেন বিরোধী দলের অঙ্গসংগঠনগুলো হামলা করতে পারে বলে।
শনিবার (২২ অক্টোবর) সকালে প্রাথমিক কর্মসূচির মধ্য দিয়ে গণসমাবেশ শুরু হলেও দুপুর ১টার পরে শুরু হয় গণসমাবেশের মূল আয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে ৩১টি ওয়ার্ডে অবস্থান নিয়েছে। নগরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন যুবলীগের নেতা-কর্মীরা। কয়েকটি এলাকায় সশস্ত্র মহড়াও দিতে দেখা গেছে তাদের। এ সময় বিএনপির নেতা-কর্মীদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।
ইতোমধ্যে দুপুর ১২টার দিকে খুলনা রেলস্টেশন এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নগরীর গোয়ালখালী এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করা হয় এবং এতে অন্তত তিন জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের সঙ্গীরা আহত নেতা-কর্মীদের নিয়েই সমাবেশস্থলে হাজির হন।
বিএনপির কার্যকরী পরিষদের সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, 'নগরীর ৯, ১৮ ও ২১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা দুপুর ১টা থেকে বিএনপি নেতা-কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছেন।'
তিনি বলেন, 'বিভিন্ন জায়গায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে শতাধিক নেতা-কর্মীকে তারা আহত করেছেন।'
এসব হামলা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার খবরে আতঙ্কিত খুলনার বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা।
মেহেরপুরের গাংনী থেকে আসা দেলোয়ার হোসেন বলেন, 'সমাবেশ শেষ করে মেহেরপুরের দিকে রওনা দিতে রাত হয়ে যাবে। আসার সময় কোনো বাস পাইনি। যেতেও হবে হয়তো ভেঙে ভেঙেই। এখন শুনছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছেন। জীবন নিয়ে বাড়ি ফিরতে পারব কি না সেই আতঙ্কে আছি।'
মেহেরপুর থেকে ২২ জনের একটি দল নিয়ে সমাবেশে এসেছেন দেলোয়ার।
তিনি আরও বলেন, 'আমাদের এলাকায় আওয়ামী লীগ নেতারাও জানেন আমরা সমাবেশে এসেছি। তারাও সেখানে আমাদের টার্গেট করে রেখেছেন।'
একই আতঙ্ক প্রকাশ পায় খুলনার কয়রা থেকে আসা আবু বকরের কথাতেও। ৪টি মোটরসাইকেলে করে তারা ৮ জন সমাবেশে এসেছেন।
বকর বলেন, 'আমাদের বাড়ি খুলনা শহর থেকে ৯০ কিলোমিটার দূরে। ফিরতে হবে পাইকগাছা দিয়ে। শুনেছি ওখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে অবস্থান করছে। তাই ভাবছি, রাতে আর যাব না। আগামীকাল দিনে রওনা দেবো। রাতে এদিকেই কোথাও হোটেল পেলে থাকব, নয়তো রাস্তাতেই কাটিয়ে দেবো।'
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024