রংপুর প্রতিনিধি
রংপুরে বিএনপির গণসমাবেশ
চিড়া মুড়ি নিয়ে ভোর থেকেই বিএনপি নেতাকর্মীদের ভিড়
![সকাল থেকেই সমাবেশস্থলে এসে ভিড় জমাচ্ছেন বিএনপি কর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে এসে ভিড় জমাচ্ছেন বিএনপি কর্মীরা](https://www.eyenews.news/media/imgAll/2021April/রংপুরে-বিএনপির-গণসমাবেশ-নেতাকর্মীদের-ঢল-eyenews-2210291127.jpg)
সকাল থেকেই সমাবেশস্থলে এসে ভিড় জমাচ্ছেন বিএনপি কর্মীরা
রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আজ শনিবার দুপুর ২টায় শুরু বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ। কিন্তু শনিবার(২৯ অক্টোবর) সকাল থেকেই কানায় কানায় ভরে গেছে সমাবেশস্থল। লোকে লোকারণ্য হয়ে গেছে ঈদগাহ ময়দান।
ঈদ্গাহ ঘুরে দেখা যায়- মাঠের বিভিন্ন জায়গায় মিছিল, স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। রংপুর বিভাগের ৮ জেলাসহ আশেপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মীরা শুক্রবার (২৮ অক্টোবর) রাতেই এসেছেন। অনেককেই ঈদগায় রাত কাটাতে দেখা গেছে। এ সমাবেশে আনুমানিক ১০ লাখ মানুষের জমায়েত ঘটানোর লক্ষ্য বিএনপি নেতাদের।
রংপুর মহানগরীর প্রবেশমুখ মাহিগঞ্জ সাতমাথা, মেডিকেল মোড়, টার্মিনাল রোডসহ বিভিন্ন এলাকা দিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল নিয়ে আসতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধান সড়কগুলোতে খণ্ড খণ্ড মিছিলের চাপ বাড়ছে, বাড়ছে স্লোগানের প্রতিধ্বনিও।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএনপি নেতা মাহবুবুর রহমান জানান, রাত ৯টায় তারা ৫০টি অটোরিকশা নিয়ে রওনা দিয়ে আজ সকালে পৌঁছেছেন রংপুরের সাত মাথায়। সেখান থেকে হেঁটে তারা কালেক্টরের মাঠে আসেন।
পুলিশি বাধা ও ও ভয়ভীতি উপেক্ষা করে প্রায় ১২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্র্যাচে ভর করে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে পৌঁছান কুড়িগ্রামের উলিপুরের ষাটোর্ধ্ব শারীরিক প্রতিবন্ধী (পঙ্গু) আজিজার রহমান। তিনি জেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। এক দুর্ঘটনায় ২০ বছর আগে তিনি পা হারিয়েছেন।
বিএনপির নেতাদের দাবি, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে রংপুরের সব রুটে বাস বন্ধ করে দেওয়ার পাশাপাশি পুলিশি তল্লাশির নামে পথে পথে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। তবে বাস না পেলেও বিএনপির কৌশলী নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিকল্প বাহনে রংপুরে জড়ো হওয়া শুরু করেছেন।
এদিকে সমাবেশে আসার পথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাধা দিতে পারেন এমন আশঙ্কায় গতকাল সন্ধ্যা থেকেই বিএনপির বহু নেতাকর্মী সমাবেশস্থলে গিয়ে অবস্থান নেন। রাতেই কালেক্টরেট ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশস্থলের চারপাশ ছেয়ে গেছে রং-বেরঙের দলীয় পোস্টার-ব্যানারে। রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক সমাবেশস্থলসহ আশপাশের বিভিন্ন মাঠে শুকনো খাবার, কাঁথা-কম্বল-চট নিয়ে তাবু গেড়ে অবস্থান নেন।
সমাবেশ সফল করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের উসকানিমূলক আচরণ না করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি বলেন, সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ও আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সংগ্রহকৃত মোবাইলের মাধ্যমে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা বাড়ি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সমাবেশে না যাওয়ার জন্য কঠোর হুমকি দিচ্ছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024