মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)
প্রশাসনের নিরবতা নিয়ে প্রশ্ন!
৯৬ দিনেও উন্মোচিত হয়নি উপো বালা হ ত্যা কা ণ্ডে র রহস্য!
![উপো রানী বালা (ডানে) উপো রানী বালা (ডানে)](https://www.eyenews.news/media/imgAll/2021April/দিনাজপুর-খানসামা-উপোবালা-গণধর্ষণ-হত্যাকাণ্ড-প্রশাসন-eyenews-2211011633.jpg)
উপো রানী বালা (ডানে)
দিনাজপুরের খানসামা উপজেলার টংগুয়া গ্রামের উপো বালা হত্যাকান্ডের ৯৬ দিন আজ। গত ২৯ জুলাই টংগুয়া গ্রামের কুমারপাড়ায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে গণ ধ র্ষ ণ ও পরে হ ত্যা র শিকার হন ইপিজেড কর্মী উপো রানী বালা। হ ত্যা র পর দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখনো এই ঘটনার কোনো রহস্য ভেদ করা যায়নি। মৃতের বাবা মথুরা চন্দ্র রায় বিচারের জন্য প্রশাসন ও মানুষের দ্বারেদ্বারে ঘুরেও কোনও লাভ হচ্ছে না বলে অভিযোগ করছেন সাংবাদিকদের কাছে।
সেদিন শুধু উপো রানী বালা গণ ধ র্ষ ণ ও হ ত্যা র শিকার হননি, তার দশ বছরের মেয়ে বিপাশা রায়কেও মানুষিক নির্যাতন করা হয়। ছিনিয়ে নেওয়া হয় ৭ মাসের অবুঝ শিশু বনলতার মাতৃ স্নেহ ভালোবাসা।
ঘটনার পরপরই ফুঁসে ওঠেন এলাকাবাসী, শুরু হয় নানা আন্দোলন। ২ অগাষ্ট হত্যা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। তার ধারাবাহিকতায় ৮ ও ১১ অগাষ্ট এই মর্মান্তিক ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের বিচারের দাবিতে স্থানীয় এক সংবাদকর্মীর আয়োজনে পাকেরহাট ও টংগুয়া বাজারে পথসভা করা হয়। প্রতিবাদের ঝড় উঠে উপজেলা জুড়ে।
২২ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদের চত্বরে সামনে নামে হাজারো মানুষের ঢল। একত্রিত হয় টংগুয়া এলাকার লোকজন, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও মন্দিরের ব্যানারে দুই ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অন্যায়-অত্যাচার করা হচ্ছে। আমাদের বাড়িঘর লুটপাট করে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া হচ্ছে। আজকে আমাদের উপো রানীকে গণ ধ র্ষ ণ করে নির্মমভাবে হ ত্যা করা হলেও পুলিশ প্রশাসন নিরব। এখন পর্যন্ত তারা একজন অপরাধীকেও শনাক্ত করতে পারেননি।
বক্তারা বলেন- আমরা সঠিক বিচারের দাবিতে রাজপথে নেমেছি। যদি অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি না দেয়া হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলবো। পদ্মা সেতুর একটি নাট-বল্টু খুললে দেশের সকল গোয়েন্দা সংস্থা রাস্তায় নামে কিন্তু একজন একজন হিন্দু নারী ধর্ষণ হলে পুলিশ তার কুলকিনারা খুঁজে পায় না, এটা কতটা হাস্যকর হতে পারে আমাদের সমাজে।
সেদিন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা করেন।
এছাড়াও ৩০ সেপ্টেম্বর কাচিনীয়া বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। যখন সারাদেশে শারদীয় দূর্গা উৎসব তখন বর্জনের পাশাপাশি মন্দিরের সামনে কালো পতাকা উত্তোলন করেছেন তারা ঐ এলাকাবাসী। এসবের কেন্দ্র বিন্দু হলো উপো বালা হত্যাকান্ড।
এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে মামলাটি পিবিআই তদন্ত করছে। এ ঘটনার ৯৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ মামলার রহস্য উন্মোচন হয়নি।
এ বিষয়ে নিহতের বাবা মথুরা বলেন, বিষয়টা নিয়ে নানান তাল-বাহানা করছেন পুলিশ প্রশাসন ও তদন্তকারীরা। আমার মেয়ের বিচারের দাবিতে আমি মানুষের দ্বারেদ্বারে ঘুরছি। এটা কেমন সমাজ! যে সমাজে অন্যায়কারীরা পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলে।
এদিকে লাশ উদ্ধারের ৯৬ দিনেও রহস্য উন্মোচিত না হওয়ায় ফুঁসে উঠেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024