দিনাজপুর, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
খানসামায় কালী মূর্তি ও শিবের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
![কালী মূর্তির মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি- প্রতিনিধি কালী মূর্তির মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/দিনাজপুরের-খানসামায়-মূর্তির-মাথা-কেটে-নিয়ে-গেল-দুর্বৃত্ত-eyenews-2211051629.jpg)
কালী মূর্তির মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি- প্রতিনিধি
দিনাজপুরের খানসামার খামারপাড়া ইউনিয়নে কালী মন্দিরের কালী মূর্তি ও শিবের মূর্তির মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাতে ইউনিয়নের বলরাম বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কালী পূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ইতিপূর্বে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু সেটি উপেক্ষা করে অনেকে প্রতিমা রাখায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল পরির্দশন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ পারভীন, থানা অফিসার ইনচার্জ চিত্র রঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, থানা তদন্ত কর্মকর্তা তাওহিদুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে মন্ডপ কমিটির সদস্য সনজিত কুমার রায় বলেন, টিনশেড মণ্ডপটির সামনের দরজা খোলা ছিল। শুক্রবার সকালে স্থানীয় লোকজন প্রতিমার মাথা দেখতে না পেয়ে আমাকে জানান। আমি মণ্ডপে এসে ঘটনা দেখে সংশ্লিষ্টদের খবর দেই।
থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।
এই ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে অজ্ঞাতদের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে খানসামা উপজেলায় একেরপর এক অপীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ অপরাধীরা থেকে যাচ্ছে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024