কক্সবাজার প্রতিনিধি
ইয়াবা পাচারের অপরাধে রোহিঙ্গাসহ ৪ জনের মৃ ত্যু দ ন্ড
![ফাইল ছবি ফাইল ছবি](https://www.eyenews.news/media/imgAll/2021April/ইয়াবা-পাচারের-দায়ে-মৃত্যুদণ্ড-eyenews-2211161658.jpg)
ফাইল ছবি
২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝির ঘাটে খুরুস্কুল ব্রিজের উত্তর পাশ থেকে একটি ফিশিং বোটসহ আয়াজ ও বিল্লালকে আটক করে। এসময় পালিয়ে যায় আরো ৪-৫ জন।পরে ফিশিং বোট তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা ও ১০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
চট্টগ্রামের কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা পাচারের অভিযোগে এক রোহিঙ্গাসহ চার জনের মৃ ত্যু দ ন্ডে র রায় দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে।
আজ (১৬ নভেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।
মৃ ত্যু দ ন্ড রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-এইস-১৬ এর বশির আহমদের ছেলে মো. আয়াজ, সদর উপজেলার ঝিলংজা ইউপির ২ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে আবুল কালাম, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পঞ্চরাম পাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ এবং একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম।
জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস এম আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝির ঘাটে খুরুস্কুল ব্রিজের উত্তর পাশ থেকে একটি ফিশিং বোটসহ আয়াজ ও বিল্লালকে আটক করে। এসময় পালিয়ে যায় আরো ৪-৫ জন।পরে ফিশিং বোট তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা ও ১০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে ২০১৮ সালের কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন র্যাব-১৫ এর নায়েব সুবেদার মো. হারুনর রশীদ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ।
ফরিদুল আলম জানান, ঐ ঘটনায় মো. বিল্লাল ও মো. আয়াজ তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তারা জবানবন্দিতে পলাতক আসামি আবুল কালাম ও আজিমুল্লাহর নাম প্রকাশ করেন।
২০২১ সালের ১০ জুন আদালতে মামলার চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা ও র্যাব-১৫ এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার। পরে বুধবার দুপুরে বিচারক এ রায় দেন।
আইনিউজ/এইচএ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024