মো. আজিজার রহমান, দিনাজপুর
আপডেট: ২০:১৪, ১০ ডিসেম্বর ২০২২
বাঁশের তৈরি আসবাবেই স্বাবলম্বী সিরাজুলের পরিবার
![বাঁশের তৈরি আসবাব তৈরিতে ব্যস্ত কারিগররা। বাঁশের তৈরি আসবাব তৈরিতে ব্যস্ত কারিগররা।](https://www.eyenews.news/media/imgAll/2021April/বাঁশের-তৈরি-আসবাবপত্র-বাশ-শিল্প-eyenews-2212102012.jpg)
বাঁশের তৈরি আসবাব তৈরিতে ব্যস্ত কারিগররা।
বাঁশ দিয়ে শিশুদের জন্য দোলনা থেকে শুরু চেয়ার, বুকসেল, ওয়াড্রপসহ বিভিন্ন আসবাবপত্র তৈরি ও বিক্রি করে ভাগ্যের পরিবর্তন করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার পুলেরহাটের সিরাজুল ইসলাম। তার পরিবারের শিশু-কিশোরসহ ১৩ জন সদস্য এই পেশায় জীবিকা নির্বাহ করছেন। তারা দোলনাসহ বিভিন্ন আসবাবপত্র বিক্রি করে, প্রতি মাসে আয় করছেন প্রায় লক্ষাধিক টাকা।সংসারে ফিরেছে সচ্ছলতা। সৃষ্টি হয়েছে পরিবারের অন্য সদস্যদের কর্মসংস্থান।
সিরাজুল ইসলাম উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পুলহাটের বাসিন্দা। তিনি রানীরবন্দর-খানসামা সড়কের পাশে পুলহাটে গড়ে তুলেছেন এই দোলনা তৈরির কারখানা। বাঁশের তৈরি শিশুদের দোলনা, চেয়ার, বুকসেল, কাপড় রাখার তাকসহ বিভিন্ন আসবাবপত্র তৈরির কাজে ব্যস্ত সময় পার করেন সিরাজুল ও তাঁর পরিবারের সদস্যরা।
কারিগর সিরাজুলের সাথে কথা হলে তিনি জানান, ৩২ বছর ধরে বাঁশের তৈরি আসবাবপত্রের কারবার করে আসছেন। তার হাতেই এই কাজে হাতেখড়ি পরিবারের অন্যান্য সদস্যদের। সময়ের পরিক্রমায় ব্যবসার পরিধি এখন আগের চেয়ে বেড়েছে। জানালেন, এ কাজের ফলে অভাব-অনটন দূর হয়েছে সিরাজুলের সংসারের।
সিরাজুল আরো জানান, বাঁশ, প্লাস্টিকের ফিতা ও পেরেক দিয়ে দোলনাসহ চেয়ার, বুকসেলফ, কাপড় রাখার তাকসহ বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয়। প্রতি মাসে গড়ে তৈরি ২০০-২৫০টি দোলনা বানানো হয় এখানে। বিভিন্ন আসবাবপত্র আকারভেদে বিক্রি হয় ২০০-২৫০০ টাকায়।
সিরাজুলের কারখানায় কাজ করে তারই ছেলে এবং নাতিরা। তার তিন ছেলে ও নাতিরা মিলে কারখানায় কাজ করেন। প্রতিমাসে তাদের আয় হয় অন্তত লক্ষাধিক টাকা। কারখানায় উৎপাদিত দোলনা খানসামা উপজেলার পাশাপাশি দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর বগুড়াসহ কয়েকটি জেলা ও উপজেলায় পাইকারি দরে বাজারজাত করেন তিনি।
সিরাজুল ইসলাম আরো বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর যাবত আমি এ কাজের সাথে সম্পৃক্ত। এতে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি। পাশাপাশি আমার ছেলেদেরও কর্মসংস্থান হয়েছে। তবে বর্তমানে বাঁশসহ আসবাবপত্র তৈরির উপকরণের দাম বৃদ্ধি হওয়ার কারনে লাভের পরিমাণ অনেক কমেছে।’
ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন বলেন, তারা দীর্ঘ দিন ধরে দোলনা তৈরি করে আসছে। এই কাজ করে ২৫ থেকে ৩০ জন কর্মসংস্থানের করেছেন। এখানে তৈরি দোলনা সমগ্র দেশে যাচ্ছে তারা এই দোলনার ঘাটতি পূরণ করছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাইকারী বাজারে বিক্রি করছে স্বল্প মূল্যে। ফলে সাধারণ মানুষের দোলনার চাহিদা পূরণ করছে তারা।
তিনি বলেন বিশেষ করে উপজেলা প্রশাসন থেকে শুরু করে আমরা ইউনিয়ন পর্যায়ে তাদের সহযোগিতা করলে এই পেশাকে ধরা রাখা সম্ভব।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024