ইয়ানূর রহমান, যশোর
পুটখালী সীমান্তে
বিএসএফের নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃ ত্যু
বাঁয়ে নিহত শাহীন। ছবি- আইনিউজ
বেনাপোলের পুটখালী সীমান্ত পথে অবৈধ ভাবে ভারত প্রবেশ কালে সীমান্ত রক্ষী বিএসএফের হাতে নির্যাতনের অভিযোগে নিহত শাহীনের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। তবে পরিবার বিএসএফ কর্তৃক নির্যাতনের কথা বললেও এ হত্যার দায় শিকার করেনি সীমান্ত রক্ষী বিএসএফ।
গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ১০ টায় বেনাপোল সীমান্তের শুন্য রেখায় শাহীনের মরদেহ পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এসময় সেখানে নিহতের স্বজন, সীমান্ত রক্ষী বিএসএফ, বাংলাদেশ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শাহীন বেনাপোল বন্দর থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের সামসুর রহমানের ছেলে। এর আগে শনিবার ভারতের বনগাঁর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়।
নিহতের স্বজনেরা জানান, শাহীন ভারত যাওয়ার জন্য অবৈধ ভাবে গত ১০ ডিসেম্বর সীমান্ত অতিক্রম করে। এসময় সীমান্তরক্ষী বিএসএফ তাকে ধরে শারিরীক নির্যাতন করলে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে ভারতের ২৪ পরগনা বঁনগা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ২ দিন পর সে মারা যায়। পরে মরদেহ ফেরত চেয়ে পরিবার আবেদন করলে তাকে ফেরত দেয় পুলিশ।
এদিকে নির্যাতনে হত্যার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
শাহিনের বাবা সামসুর রহমান জানান, বিএসএফ ধরে যদি জেলে দিত একদিন ছেলেকে ফিরে পেতাম। কিন্তু তারা নির্মম ভাবে পিটিয়ে হত্যা করলো। এর সুষ্ট তদন্ত চান তারা।
নিহতের স্ত্রী সুমাইয়া জানায়, ৫ বছরের এক মাত্র ছেলে সন্তানকে নিয়ে বাকি জীবন কীভাবে কাটাবো! সন্তান আর বাবা ডাকতে পারবেনা।
বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার জানান, তাকে ধরে নিয়ে শারিরীক নির্যাতন করে হাসপাতালে পাঠায় বিএসএফ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহীনের মৃত্যু হয়। এমন ঘটনার নিন্দা জানায়।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট আইসিবি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, দুই দেশের প্রশাসন ও হাইকমিশনের হস্তক্ষেপে শাহীনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। কিভাবে তার মৃত্যু হয়েছে তার তথ্য আমাদের জানা নেই। মরদেহটি পোর্ট থানা পুলিশ গ্রহণ শেষে পরিবারের হাতে তুলে দেয়।
বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুইয়া জানান, পুলিশ, বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ শাহিনের মরদেহ বৃহস্পতিবার রাত ১০ টায় সীমান্তের শুণ্য রেখায় ফেরত দেয়। মৌখিক ভাবে লাশ ফেরতের খবর তিনি পেয়েছিলেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024