ইয়ানূর রহমান, যশোর
যশোরে এখনো অধরা মুদি দোকানি হ ত্যা কারীরা, এলাকায় মানবন্ধন
ঘটনায় জড়িতদের বিচার চেয়ে এলাকাবাসীর মানবন্ধন। ছবি- আই নিউজ
যশোরে মুদি দোকানি ইঞ্জিনিয়ার ইরফান ফারাজী হ ত্যা কা ণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পৃুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবী জানান।
মানবন্ধনে কাউন্সিলর রাজিবুল আলম বলেন, ইরফান ফরাজী এলাকায় ভদ্র ছেলে হিসেবে পরিচিত। জানা মতে তার সাথে কারো কোন শত্রুতা নেই। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তার পিতার দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করেছে পুলিশ। অথচ ঘটনার পর ৫ দিন অতিবাহিত হতে চললেও এখনো পুলিশ কাউকে আটক করতে পারিনি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলসহকারে পুলিশ সুপারের কার্যালয়ে যান এলাকাবাসী। পরে পুলিশ সুপার বরাবর হ ত্যা কা ণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
যদিও এ ব্যাপারে পুলিশ কর্মকর্তারা বলছেন, খুনিদের চিহ্নিত করতে কাজ চলছে। হ ত্যা কা ণ্ডে র দৃশ্য রেকর্ড হওয়া একটি সিসি ক্যামেরা ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় দোষীরা আত্মগোপনে রয়েছেন। দ্রুততম সময়ের মধ্যেই দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে জানান এই কর্মকর্তা।
জানা যায়, গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে শহরের কারবালা ধোপাপাড়া এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ইরফান ফারাজীকে (২৬) হ ত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত ইরফান ফারাজী শহরের কারবালা ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলাম ফারাজীর ছেলে। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ডিপ্লোমা করে চাকরি প্রত্যাশী ছিলেন। চাকরি না পেয়ে ফারাজি স্টোর নামে একটি মুদি দোকানে ব্যবসা করছিলেন তিনি।
ঘটনায় ইরফান ফারাজির বড় ভাই ইমরান ফারাজি শুক্রবার গভীর রাতে ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত করে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৪ টার দিকে পার্শ্ববর্তী দোকানদার আজিজ উদ্দিনসহ অন্যদের মুখে সংবাদ পায় বিকাল পৌনে ৪ টার দিকে অজ্ঞাত ৪-৫ জন দোকানে এসে চিপস ক্রয়ের কথা বলে। ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ালে কোন কিছু বুঝে উঠার আগে তার বুকের বামপাশে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়।
এতে ইরফান বুক চেপে ধরে বাইরে এসে ধর ধর করে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ধাওয়া করলে দুর্বৃত্তরা চাকু হাতে নিয়ে উত্তর দিকে কারবালা কবরস্থানের পাশ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
লোকজন ঘটনাস্থলে যেয়ে ইরফানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, ‘আসামি এখনো আটক হয়নি। সিসি টিভির ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়ার কারণে আসামি আত্মগোপনে চলে গেছেন।
একেএম শফিকুল আলম চৌধুরী জানান, ঠিক কী কারণে ইরফান ফারাজি হ ত্যা কা ণ্ডে র শিকার হয়েছেন সেটা এখনো জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও হত্যাকাণ্ডের কোন ক্লু দিতে পারছে না। তবে ধারণা করছি দোকানে বেচা-কেনা নিয়ে কারো সাথে কথা কাটাকাটি, মেয়েলি কোন ঘটনা বা খুলনায় লেখাপড়া করাকালীন কারোর সাথে কোন শত্রুতার সূত্র ধরে ইরফানকে হ ত্যা করা হতে পারে।
তবে তদন্তেই আসল তথ্য বেরিয়ে আসবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024