ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীতে মিথ্যা মামলা করায় ৩ বছরের জেল
নীলফামারীর জেলার ম্যাপ। ছবি- আই নিউজ
নীলফামারীতে মিথ্যা মামলা দায়ের করা বাদীকেই এখন জেল হাজতের শাস্তি দিয়েছেন বিজ্ঞ আদালত। মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় জেলার ডিমলা থানায় আরিফ নামের ওই বাদীকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
গতকাল সোমবার (১৬ জানুয়ারি) নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আমলী আদালত ডিমলা-৬ ।এ রায় দেন।
ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, ২০১৯ সালের ১৭ মে মারধর ও আটক রাখার অভিযোগ এনে মোজাম্মেল, আমিনুর রহমান, মামুনুর রশিদ, আবুল হাসান,মোশাররফ, হক সাহেব, মাহমুদা ও ফুজি বেগমের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা করেন একই গ্রামের আরিফ হোসেন। মামলাটি তদন্ত কালে অভিযোগ সঠিক নয় এবং মিথ্যা বলে প্রতীয়মান হয় তদন্ত প্রতিবেদনে।
এ বিষয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। মামলার নথি সূত্রে জানা গেছে, আসামী আরিফ হোসেনের বিরুদ্ধে সূত্রে বর্ণিত ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে প্রসিকিউশন পক্ষ অনীত বাংলাদেশ দন্ডবিধির ২১১ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আরিফ হোসেনকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন বিজ্ঞ আদালত।
আসামী আরিফ হোসেন ডিমলার ঠাকুরগঞ্জের মাস্টার পাড়ার মৃত আজিজুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান বলেন, এই মামলার রায় ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আগামীতে কেউ যেন আর মিথ্যা মামলা দায়ের করার সাহস না পায়। এই রায় তার উত্তম দৃষ্টান্ত হয়ে থাকবে।
একই সঙ্গে মিথ্যা মামলা দায়ের না করার জন্য উপজেলার সকল জনগনকে সজাগ থাকার আহব্বান জানাণ ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024