নিজস্ব প্রতিবেদক
নির্বাচন নিয়ে মামলা করবেন হিরো আলম
সমর্থকদের সাথে আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে হাইকোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন এ আসনের জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনে একতারা প্রতীক নিয়ে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে জাসদ প্রার্থী তানসেনের কাছে হারেন তিনি।
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা রেজাউল করিম তানসেন বিজয়ী হয়েছেন। মশাল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা প্রতীকে পড়েছে ১৯ হাজার ৫৭১ ভোট।
যদিও বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরেই গণমাধ্যমকে ফলাফল প্রত্যাখ্যানের ব্যাপারে জানান হিরো আলম। তিনি বলেন, এই ফলাফল আমি মানিনা। নির্বাচনে হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে। এ নিয়ে আমি হাইকোর্টে রিট করবো।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বগুড়ার এই আসনগুলোতে শুরু হয় বগুড়া উপনির্বাচনের ভোট গ্রহণ। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর বুধবার সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, বগুড়া-৪ আসনের নন্দীগ্রামের দশটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তোলেছেন হিরো আলম। ওই দশটি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ব্যাপারে কিছু না জানিয়েই এসব কেন্দ্রে জাসদ প্রার্থী তানসেনকে জয়ী ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তাছাড়া নির্বাচনি পরিস্থিতি পরিদর্শনকালে তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ হিরো আলমের।
এর আগে জানা গিয়েছিল প্রাথমিক ফলাফলে বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার পাঁচটি কেন্দ্রে সর্বোচ্চ ভোট পেয়েছে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের একতারা প্রতীক। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
কিন্তু এই আসনেরই ১০টি কেন্দ্রের ফলাফল নিয়ে হিরো আলমকে কিছু জানানো হয়নি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024