আই নিউজ ডেস্ক
আপডেট: ১২:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৩
হিরো আলমকে কাগজপত্রহীন গাড়ি উপহার দিয়েছেন মাদ্রাসা শিক্ষক!
উপহার পাওয়া সেই নোহা গাড়িসহ হিরো আলম। ছবি- সংগৃহীত
বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম হবিগঞ্জ থেকে তাঁকে উপহার দেয়া গাড়িটি নিয়ে বেশ বিপাকে পড়েছেন। কারণ, চুনারুঘাটের মাদ্রাসা শিক্ষকের উপহার দেয়া গাড়িটি বৈধ কাগজপত্রহীন। নেই গাড়ির ফিটনেসের কোনও হালনাগাদ। ২০১৩ সালের পর থেকে গাড়িটি অবৈধভাবে ব্যবহার করে আসা ওই মাদ্রাসা শিক্ষক হিরো আলমকে এটি দেয়ার পরে এসব তথ্য সামনে এসেছে।
এদিকে গাড়িটি বুঝে নেয়ার পরপরই হিরো আলম ঘোষণা দেন গাড়িটিকে গরীব, অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে। তবে কাগজপত্রসহ গাড়ির বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা থাকায় এখন এটি নিয়ে বিপদেই পড়েছেন।
জানা গেছে, হবিগঞ্জের শিক্ষক মখলেছুর রহমান যে গাড়িটি হিরো আলমকে উপহার দিয়েছেন, তার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ ৫১-৪১০১। সিসি ১৮০০। গাড়িটির সর্বশেষ ট্যাক্স দেওয়া হয় ২০১৩ সালের ১৮ মার্চ। ওই বছরের ১৫ জুলাই গাড়ির ফিটনেস মেয়াদ উত্তীর্ণ হয়।
ফলে গাড়িটির ১০ বছরের বকেয়া হিসাবে সরকারি ফি দিতে হবে চার লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এও জানা গেছে, শিক্ষক মখলেছুর রহমান গত ১০ বছর ধরে গাড়িটি অবৈধভাবে ব্যবহার করে আসছিলেন। গাড়িটির ফিটনেস হালনাগাদ নেই। ফলে নতুন করে আলোচনা চলছে ওই উপহারের গাড়ি নিয়ে।
বিআরটিএ হবিগঞ্জের সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘২০১৩ সাল থেকে যদি গাড়িটির ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ হয়, তাহলে বিপুল পরিমাণ টাকা বকেয়া দিতে হবে।’
এদিকে, বৈধ কাগজপত্র ছাড়াই শিক্ষক মখলেছুর রহমান ওই গাড়িটি গত পাঁচ বছর ব্যবহার করেছেন বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। তার দাবি, ‘হিরো আলম কাগজপত্র দেখে এবং সবকিছু জেনেই গাড়িটি নিয়েছেন। তাছাড়া অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করলে কাগজের প্রয়োজন নেই। দেশে এভাবে হাজার হাজার গাড়ি চলছে।’
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন। এই দুই আসনেই একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে সদর আসনে বড় ব্যবধানে হেরে তার জামানত বাজেয়াপ্ত হয় এবং বগুড়া-৪ আসনে হারেন মাত্র ৮৩৪ ভোটে।
এই উপনির্বাচনের আগের দিন শিক্ষক মখলেছুর রহমান ফেসবুক লাইভে এসে হিরো আলমকে তার ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের ওই শিক্ষক ফেসবুকে বলেছিলেন, হিরো আলম বগুড়ার মানুষের মন জয় করেছেন। নির্বাচনে ফল যেটাই আসুক, সিলেট বিভাগের পক্ষ থেকে তিনি তার গাড়িটি হিরো আলমকে উপহার দিতে চান।
প্রথমে গাড়ি উপহারের বিষয়টি হিরো আলম গুরুত্ব না দিলে শিক্ষক মখলেছুর রহমান আরেকটি লাইভ করেন। এরপরই তার সঙ্গে যোগাযোগ করেন হিরো আলম। সেই সূত্র ধরেই গতকাল মঙ্গলবার উপহারের গাড়ি আনতে চুনারুঘাট যান হিরো আলম। কিন্তু এই গাড়ি নিয়ে তাকে আরও কত বিপদের মুখোমুখি হতে হয়, সেটাই দেখার।
এর আগে, গাড়িটি নিতে গতকাল মঙ্গলবার হবিগঞ্জে আসার পথে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে। কারণ, হিরো আলম যে গাড়িতে করে যাচ্ছিলেন, সেটি নাকি নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চলছিল।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024