ইয়ানূর রহমান, যশোর
যশোর জেনারেল হাসপাতাল
বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা পরিত্যক্ত ভবন ভাঙা হবে কবে?
![বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে ঝুকিপূর্ণ পরিত্যক্ত ভবনের দেয়াল। বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে ঝুকিপূর্ণ পরিত্যক্ত ভবনের দেয়াল।](https://www.eyenews.news/media/imgAll/2023February/যশোর-জেনারেল-হাসপাতাল-eyenews-2302141134.jpg)
বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে ঝুকিপূর্ণ পরিত্যক্ত ভবনের দেয়াল।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা সেই দ্বিতল ভবনটি ৬ বছর আগে পরিত্যক্ত ভবন ঘোষণার পরও ভাঙা হয়নি। ফলে যে কোন সময় ভবনটি ধসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে পারে বলে মনে করছেন সচেতন মহল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের মে মাসে ভবনের পুরাতন মালামালের দামের তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আগে ২০১৮ সালের ৩০ এপ্রিল পরিত্যক্ত ভবন ভেঙে নতুন ভবন তৈরির খরচের বিবরণ তালিকা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে নির্মাণ করা দ্বিতল ভবনটির ছাদে এবং ওয়ালে ফাটল দেখা দেয় ২০১৭ সালের ২৭ জুলাই। এছাড়া গ্রিলের একাংশ নিচের দিকে বসে যায়। ওই দ্বিতল ভবনে মোট ৪টি ওয়ার্ড ছিলো। সেগুলো হলো পুরুষ সার্জারি, অর্থোপেডিক, গাইনী ও মহিলা মেডিসিন ওয়ার্ড।
ভবনে ফাটলের ঘটনায় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা ডা. একেএম কামরুল ইসলাম বেনু বিষয়টি তাৎক্ষণিকভাবে গণপূর্ত বিভাগকে লিখিতভাবে জানান। পরের দিন ২৮ জুলাই ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শনে আসেন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। সেখানে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা হাসপাতালের ওই ভবনের ছাদ ঠেকাতে বাঁশের খুঁটি দেয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।
৮ আগষ্ট গণপূর্ত বিভাগ যশোর কার্যালয়ের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওয়াসিম আহমেদ ও নির্বাহী প্রকৌশলী ফ্রান্সিস আশিষ ডি কষ্ট সহ কয়েকজন কর্মকর্তা ওই ভবনটি পরিদর্শনে যান। তারা ভবনটি ঘুরে দেখার পর সেটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। ওই দিন ঝুঁকিপূর্ণ ভবনটি ব্যবহার না করার জন্য সর্তক বার্তাও ঝুলিয়ে দেয়া হয়। ভবন ব্যবহারে নিষেধাজ্ঞার চিঠি পাওয়ার পর ৪টি ওয়ার্ডের রোগীদের রোগিদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। পরে গণপূর্ত বিভাগের প্রধান কার্যালয় থেকে ডিজাইন বিশেষজ্ঞ টিম এসে ওই ভবনটি পরিদর্শনে পরিত্যক্ত ঘোষনা করেন। যে কারণে সেখান থেকে রোগী অন্যত্র সরিয়ে নেয়া হয়। কিন্তু পরিত্যক্ত ঘোষণার ৬ বছর পার হলেও ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙা হয়নি।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, দিনে দিনে দ্বিতল ওই ভবনটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে । যে কোন সময় ভবনটি ভেঙ্গে বড় ধরণের দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। এই দুর্ঘটনার দায়ভার কে নেবে? তাদের দাবি, যত দ্রুত সম্ভব পরিত্যক্ত ভবনটি ভেঙ্গে সেখানে নতুন ভবন নির্মাণের দাবি করা হোক।
সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের চারপাশে পরগাছা জন্মেছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ভবনটি ভেঙে ফেলার জন্য গণপূর্ত বিভাগে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। কর্মকর্তারা দ্রুত ভবনটি ভাঙার আশ্বাস দিয়েছেন।
গণপূর্ত বিভাগ যশোর কার্যালয়ের প্রকৌশলী হেলাল উদ্দিন জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এটা অবগত আছেন। ভবন ভেঙে ফেলার পর পুরাতন মালামাল ১৪ লাখ টাকায় বিক্রি করা সম্ভব বলে তালিকা করে গত বছরের মে মাসে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। এখনও কোন নির্দেশনা আসেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই ভবন ভাঙার কার্যক্রম শুরু করা হবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024