ইয়ানূর রহমান, যশোর
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারে মিললো প্রায় ৯ কেজি সোনা!
প্রাইভেটকারটি থেকে লুকিয়ে রাখা ৬০ পিচ সোনার বার উদ্ধার করা হয়। ছবি- আই নিউজ
দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার তল্লাশী করে যশোর ৪৯ ও খুলনার ২১ বিজিবি ৬০ পিস সোনার বার উদ্ধার করেছে। যার ওজন ৮ কেজি ৯শ’ ৭৪ গ্রাম। এ সময় পালিয়ে গেছে চোরাকারবারীরা।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় যশোর সদরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে এ সোনার বার উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিজিবি গোপন সংবাদের জানতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা সাদা রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৫৭৭) চোরাকারবারীরা সোনার বার নিয়ে ভারতে পাচারের উদ্দ্যেশে যশোর আসছে। এ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য যশোরের ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে।
বিজিবি প্রাইভেটকারটি চিহ্নিত করে থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। এরমধ্যে অপর অভিযানিকদল প্রাইভেটকার ধাওয়া করে থামার সংকেত দেয়। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। বিজিবির অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যায় চোরাকারবারীরা।
এ সময় প্রাইভেটকারটি উদ্ধার করে তল্লাশীর পর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ পিচ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮ কেজি ৯শ’ ৭৪ গ্রাম। দাম ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।
এর আগে বিজিবি যশোর ও খুলনা অভিযান চালিয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ১৩৬ কেজি সোনা উদ্ধার করেছে বলে জানানো হয়।
এ ঘটনায় কোতয়ালি থানার মাধ্যমে উদ্ধার সোনার বার ট্রেজারিতে ও প্রাইভেটকার থামায় জমা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024