মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
নির্ধারিত সময়ের আগেই সরকারি স্কুল ছুটির অভিযোগ
![পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি- আই নিউজ পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2023February/পঞ্চবটি-সরকারি-প্রাথমিক-বিদ্যালয়-Dimla-eyenews-2302161201.jpg)
পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি- আই নিউজ
নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের পঞ্চবটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে দেয়ার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবারও (১৫ই ফেব্রুয়ারি) কোনো কারণ ছাড়াই দুপুর আড়াইটার দিকে বিদ্যালয় ছুটি ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ। এতে অভিভাবকসহ ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর আড়াইটার সময় স্কুলের প্রধান ফটকে ঝুলছে তালা। শিক্ষকের কক্ষ, ছাত্র-ছাত্রীদের কক্ষসহ বিদ্যালয়ের মূল ফটকে আরো একটি তালা ঝুলানো হয়েছে। স্কুলের মাঠটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ। এ স্কুলের নানা বিষয় নিয়ে শিক্ষার্থীদের অভিবাকরা দীর্ঘদিন ধরে অভিযোগ শুনিয়ে আসছেন।
এলাকাবাসী জগদীশ চন্দ্র রায় বলেন, এই স্কুলে লেখাপড়ার যে হালচাল তাতে আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা গরীব মানুষ, ছেলে মেয়েদের বাহিরে পড়ানোর সামর্থ্য আমাদের নেই। তাই বাধ্য হয়ে এই স্কুলেই লেখাপড়া করানো হচ্ছে।
গীতা রানী বালা বলেন, স্যারেরা লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, আমাদের ছেলে-মেয়েরা কি হবে সেটা ঈশ্বরই বলতে পারে! এই স্কুলের লেখাপড়ার মান ভালো নয়।
এ বিষয়ে মুঠোফোন মারফত প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলে তিনি বলেন, ভাই আড়াইটায় নয়, তিনটার সময় বন্ধ করে চলে এসেছি। আর আমাদের প্রথম শিফটের স্কুল তাই ছুটি দিয়েছি। তিনটার সময় ছুটি দিতে পারেন কি-না জানতে চাইলে তিনি এর কোন উত্তর দেন নি।
প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুজ্জামান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দিষ্ট সময়ের আগে ছুটি না দিতে বারংবার নিষেধ করা হলেও তারা ওই কাজটি করেই যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, কোন নিয়ম না মেনে প্রধান শিক্ষক নিজের খেয়ালখুশি মতো ছুটি দিয়েছেন। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024