বগুড়া প্রতিনিধি
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন
দুর্ঘটনা কবলিত বাস এবং সিএনজি। ছবি- সংগৃহীত
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন পুরুষ ও এক নারী। এছাড়া শিশুসহ আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশাচালক হযরত আলী (৫০), যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর গোলাম রাব্বানী (৬০)। অন্যদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কৈগাড়ী ফাঁড়ির এএসআই আব্বাস আলী বলেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায় যাচ্ছিল। পথে সুজাবাদ দহপাড়ায় পৌঁছালে রাস্তার ডানে মোড় নেয়ার সময় সংঘর্ষ হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের পিছনের অংশ পুড়ে যায়।
শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন লাগে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024