আই নিউজ ডেস্ক
মশা থেকে বাঁচতে মেয়র বরাবর খোলা চিঠি দিলেন তিনি
![ডেঙ্গু মশা। ছবি- সংগৃহীত ডেঙ্গু মশা। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2023February/মশা-থেকে-বাঁচতে-মেয়র-বরাবর-চিঠি-eyenews-2303071115.jpg)
ডেঙ্গু মশা। ছবি- সংগৃহীত
মশার সমস্যা দিনে দিনে রাজধানী ঢাকার জনজীবনে তীব্র রূপ ধারণ করছে। মশা নিধনে সিটি কর্পোরেশন থেকে সময়ে সময়ে নানা উদ্যোগ, কর্মসূচি পালন করা হলেও কমছে মশার উপদ্রব। ফলে অতিষ্ঠ ঢাকাবাসী। প্রাণ হারাচ্ছেন অনেকেই। এমন অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার এক বাসিন্দা মশার হাত থেকে বাঁচতে মেয়র আতিকুল ইসলামকে খোলা চিঠি দিয়েছেন। মশার উপদ্রবে অতিষ্ঠ দীপন দেওয়ান একজন গণমাধ্যম কর্মী।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দিপন দেওয়ান মেয়র বরাবর ওই চিঠি লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। চিঠিতে তিনি নিজ এলাকাসহ আশপাশের এলাকায় মশার যন্ত্রণা, মশা নিধন না হলে প্রাণহানির আশঙ্কার কথা তুলে ধরেন।
চিঠিটি আই নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো—
বরাবর,
আতিকুল ইসলাম
মেয়র, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বিষয়: মশা মারতে কামান দাগানো প্রসঙ্গে।
জনাব,
আমি আপনার উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার একজন বাসিন্দা। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় বসবাস করছি। বিকেল থেকেই মশার যন্ত্রণা থেকে বাঁচতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপরও মশার আতিথেয়তা থেকে রেহাই মেলে না। প্রতিদিন সন্ধ্যার পর মশার আদরে বদহজম হয়ে জালের ভিতরেও আশ্রয় নিয়েও রক্ষা মেলে না। মশাইয়ের কাছে সবিনয় জানতে চাওয়া- সিটি করপোরেশনের মশার ওষুধ আপনি ও আপনার কাউন্সিলর কি করেন? ঊর্ধ্বমূল্যের এই বাজারে আমরা মশার আদরে ডেঙ্গু আক্রান্ত হলে হাসপাতালের খরচের যোগান আসবে কোত্থেকে? আর অক্কা পেলে সেই দায় কে নিবে?
অতএব জনাবের পায়ে ধরে আকুল আবেদন, অতিদ্রুত মশার আতিথেয়তা থেকে আমাদের বাঁচাতে উদ্যোগী হোন। ডাক্তার আসিবার পূর্বে রোগী যেন পটল না তোলে।
নিবেদক,
দিপন দেওয়ান
উত্তরা, ঢাকা।
এদিকে, তার পোস্টের নিচে অনেকে নিজ নিজ এলাকার মশার যন্ত্রণার কথা তুলে ধরেছেন। একই সঙ্গে মেয়রকে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024