মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)
খানসামায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধর চিত্র। ছবি- আই নিউজ
সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় পালন হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ান বাংলাদেশ। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাঙালি জাতির সূর্যসন্তানদের স্মরণে দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
পরে দিনের প্রথম প্রহরে খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আনসার ভিডিপি,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ডিসপ্লে প্রদর্শন করেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এর পরে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারীগণ পুরস্কার গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভিন, খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, উপজেলা (ভূমি) সরকারি মারুফ হাসান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান প্রমুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক এবং ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
এরপর উপজেলা প্রশাসন বনাম ইউনিয়ন পরিষদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শেষে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা, উপহার সামগ্রী এবং ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় (পাকেরহাট) এ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
খানসামা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, শহীদদের স্মরণে নিরবতা পালন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতন বিএসসি ও আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাসসহ উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা যুবলীগ ও উপজেলা কৃষকলীগ। আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এরশাদ জামান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খানসামা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পাকেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদদের স্মরণে নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা সফিকুল ইসলাম, আজিজার রহমান,আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান, উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর মুন্সি, যুগ্ন আহ্বায়ক আহসান হাবিব রাজু, মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ, সদস্য সচিব রুবেল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024