হুমায়ুন কবির
আপডেট: ২০:৫৫, ৯ এপ্রিল ২০২৩
জমে উঠেছে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনী মাঠ
নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকা প্রার্থীরা।
তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেই বিএনপি। ভোটের খেলায় শুধু ফ্যাক্টর দলীয় মনোনয়ন। এ লড়াই হচ্ছে ক্ষমতাসীন দলে নিজেদের মধ্যেই। ক্ষমতাসীন দলের প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন।
উপজেলার অনেকেই চেয়ারম্যান পদে ভিতরে ভিতরে প্রার্থীতা ঘোষণা করলেও নির্বাচনের মাঠে তৎপর নয়। বরং ফাইনাল সংকেত পেয়ে মাঠে নামার প্রস্তুতি রাখছেন তারা।
চেয়ারম্যান পদে আ'লীগ থেকে মনোনয়ন চাইবেন ৭ থেকে ১০ জন। তবুও মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ভিতরে ভিতরে চলছে স্নায়ুযুদ্ধ। চালাচালি হচ্ছে পক্ষে বিপক্ষে নানান কথা ও শেষ রাজনৈতিক কৌশল।
ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জনের নাম শোনা যাচ্ছে। জাতীয় পার্টির একজন শুধু মাত্র চেয়ারম্যান পদে মনোনয়ন লড়াই নিয়ে নির্বাচনী আমেজ ছড়াচ্ছেন। তবে এখন পর্যন্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাউকে পাওয়া যায়নি।
ক্ষমতাসীন দলের প্রার্থীদের সবার মূল উদ্দেশ্য শুধু দলীয় মনোনয়ন লাভ করা। এখন ক্ষমতাসীন দলের দলীয় মনোনয়ন জাদুর কাঠি,তাহলে সব খেলার কেল্লাফতে।
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চেয়াম্যান পদে আলোচনায় রয়েছেন, বর্তমান চেয়ারম্যান প্রবীণ আ'লীগ নেতা অ্যাডভোকেট. ফজলুল হক, উপজেলা আ'লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদের পিএস হাবিবুর রহমান হাবিব, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক গালাগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, বালিখা ইউপি চেয়ারম্যান সামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও তারাকান্দা বাজার বণিক সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার বকুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, সায়ের আলমগীর সরকার টুটুল এবং জাতীয় পার্টির উপজেলা সভাপতি মাসুদ তালুকদার।
ভাইস চেয়ারম্যান পদে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আছেন বর্তমার ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী শামীম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদেও থাকছে একটা রাজনৈতিক ধোঁয়াশার সমীকরণ। এখন পর্যন্ত প্রার্থী দুজন। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সালমা ইসলাম কাঁকন ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হাসনা বেগম বেবি।
এলাকাবাসী অপেক্ষায় কে হচ্ছেন, পরবর্তী তারাকান্দা উপজেলা পষিদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ নিয়ে চায়ের আড্ডা পাড়া মহল্লায় চলছ আলোচনার ঝড়। নির্বাচন কমিশনের ঘোষণার পর তারাকান্দায় পুরোপুরি বইছে নির্বাচনের হাওয়া।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024