মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
আপডেট: ১৪:৫৩, ১২ এপ্রিল ২০২৩
জীবন যুদ্ধে হার না মানা নারী উদ্দোক্তা শিউলির সফলতার গল্প
জীবনের নানা বাঁক পেরিয়ে রুবা আক্তার শিউলি এখন সফল একজন নারী উদ্যোক্তা। ছবি- আই নিউজ
সংসার জীবন মানে যুদ্ধক্ষেত্র আর উদ্যোক্তা মানেই যোদ্ধা। সাহস আর কর্মদক্ষতা না থাকলে যুদ্ধ ক্ষেত্র যেন মূল্যহীন তেমনি ব্যবসা শুরুর ক্ষেত্রে বড় সহায়ক হলো অর্থ। অর্থ না থাকলে স্বপ্ন যেন বৃথা। বাংলাদেশের নারীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতাই একটা বড় চ্যালেঞ্জ।
ব্যাংক থেকে ঋণ নিতে গেলেও নানান সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তাই বলে জীবনে দমে গেলে চলবে কেন? দমে যান নি রুবা আক্তার শিউলিও। নারী উদ্যোক্তা হিসেবে কন্টকাকীর্ণ পথে যাত্রা শুরু করলেও আজকে যিনি একজন সফল উদ্যোক্তা।
ব্যবসা বা উদ্যোগ নিলে প্রচুর পরিমাণ সাহস থাকতে হবে। তা না হলে সফল উদ্যোক্তা হওয়া যায় না বলে মনে করেন তিশা পোল্ট্রি এন্ড ডেইরী ফার্মসের স্বত্বাধিকারী রুবা আক্তার শিউলী। আজকে রুবা আক্তার শিউলী শুধু ডিমলা উপজেলার নয় নীলফামারী জেলারও একজন সফল নারী উদ্যোক্তা। অজর্ন করেছেন জেলা ও উপজেলা পর্যায়ে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট।
নিজের খামারে মুরগীর ডিম সংগ্রহ করছেন নারী উদ্যোক্তা রুবা আক্তার শিউলি। ছবি- হাসান হাবিব
তার সঙ্গে কথা বললে তিনি বলেন, অর্থায়নই নারীদের ব্যবসার বড় বাঁধা। ব্যাংকগুলো সহজে ঋণ দেয় না, এ কারণে নানা ভোগান্তি পোহাতে হয় নারী উদ্যোক্তাদের। প্রথমে স্বামী সংসারের লোকজন এবং বাবা-মাসহ আশেপাশের লোকজন সবার কাছ থেকেই এ ব্যাপারে নানান কথা শুনতে হয়েছে।
২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও ৯ বছরের মাথায় স্বামীর সংসারের হাল ধরতে হয় নারী উদ্যোক্তা শিউলিকে। ২০১৪ সালে সড়ক দূর্ঘটনায় হারাতে হয় পরিবারের এক সদস্যকে। একই দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান পরিবারের একমাত্র উপার্জন করা শিউলির স্বামীও। ফলে জীবনের এক ঘোর কূটচালে পড়ে যান রুবা আক্তার শিউলি। স্বামীর কর্ম সক্ষমতা থাকাকালে শ্বশুর বাড়ীতে দুই মেয়েকে নিয়ে অনেকটা সুখে জীবন যাপন করছিল রুবা আক্তার শিউলি।
কিন্তু উদ্দোক্তা হিসেবে কাজ শুরুর পর শ্বশুরবাড়ীর পক্ষ থেকে তাঁকে নানা ধরনের নিগ্রহের শিকার হতে হয়। অপরদিকে স্বামীও পঙ্গু থাকায় শিউলির উপর নেমে আসে শ্বশুর বাড়ীর পাশবিক অত্যাচার আর নির্যাতন। কিন্তু জেদ যার শক্তি তাঁকে কে দমিয়ে রাখতে পারে?
২০১৪ সালে শ্বশুড়বাড়ীর লোকজনের অত্যাচারের কারণে দুই মেয়েকে নিয়ে পিত্রালয়ে অবস্থান নিতে বাধ্য হয়। পরবর্তীতে তিনি, নিজ উদ্যোগে শুরু করেন পড়াশুনা। বিবিএস পরীক্ষায় অংশ গ্রহন করেন। সেখানে উত্তীর্ণ হন। পরবর্তীতে স্নাতকোত্তরের জন্য ভর্তি হন নীলফামারী সরকারী কলেজে।
এদিকে দুই মেয়ের কথা চিন্তা করে আবারও ফিরে আসেন স্বামীর বাড়ীতে। শত কষ্টের মাঝেও শিউলি স্বামী-সন্তান কে নিয়ে আবার সংসার শুরু করেন। একদিকে স্বামীর দীর্ঘদিনের অসুস্থ্যতা, অন্যদিকে সংসারের হাল ধরতে ২০১৯ সালে নারী উদ্যোক্তা ফরম পূরণ করেন। সেখানে প্রশিক্ষণ গ্রহনের পরে ''পোল্ট্রি ফার্ম'' শুরু করেন।
বর্তমানে এই নারী উদ্যোক্তার খামারে ১২ শতাধিক মুরগী রয়েছে। ছবি- হাসান হাবিব
শুরুর দিকে কম মুরগী থাকলেও বর্তমানে সেখানে ১২ শতাধিক মুরগী রয়েছে তার ফার্মে। প্রতিদিনে আউটপুট হয় ১১০০-১০৫০টি ডিম । খামার দেখভালের জন্য রয়েছে তিনিসহ আরও একজন। পাশাপাশি শুরু করেছেন ডেইরী ফার্ম।২০২০ সালে সেই ফার্মে ১০ গাভী থাকলেও বর্তমানে রয়েছে উন্নত জাতের ৪টি গাভী। করোনাকালীন সময়ে ব্যবসায় লোকসান ও অর্থ সংকটে বিক্রি করতে হয় ৬টি গাভী।
বর্তমানে বড় মেয়ে নুরে তাছসিন তিশা'র বয়স ১৫ বছর, সে একটি সরকারী বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে অধ্যয়নরত। ছোট মেয়ে অতিশী হাসান ঐশির বয়স তার ১৪ বছর। সে রংপুরে তানজিমুল উম্মাহ নামে একটি একাডেমিতে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত।
রুবা আক্তার শিউলী ফার্মের পাশাপাশি এরাকায় গড়ে উঠা প্যারাগন এগ্রো লিমিটেডের একজন ডিলারও বটে। যদি সরকারী বা কোনো সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা পাশে পায় তাহলে নিজের প্রতিষ্ঠানের উন্নতি ও নারী উদ্যোক্তা তৈরীতে শিউলি অবদান রাখতে পারবেন বলেও জানান।
এ বিষয়ে ডিমলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মদন কুমার রায় বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তা খুব দুর্লভ বিষয়। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী গ্রামের রুবা আক্তার শিউলী একজন নারী উদ্যোক্তা। সে ২০২৩ সালের প্রাণী পরিদর্শন মেলায় অংশগ্রহম করেছিল। তার একটি লেয়ার ফার্ম আছে পাশাপাশি তিনি একটি ডেইরি ফার্ম দিতে আগ্রহী আমরা তাকে সকল ধরণের সহযোগিতা করবো।
সে যেন একজন সফল নারী উদ্যোক্তা হতে পারে এই আশাবাদও ব্যক্ত করেন প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. মদন কুমার রায়।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024