ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় শপথ নিলেন উপ-নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ফিরোজ
নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যান এ. এইচ. এম. ফিরোজ সরকারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চজ ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।
নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চজ ঘোষ নব-নির্বাচিত চেয়ারম্যান এ.এইচ.এম. ফিরোজ সরকারকে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহব্বান জানান।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৩নং ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম সরকার গত ১৪ ডিসেম্বর মৃত্যুবরন করায় চেয়ারম্যান পদে পদটি শুন্য হওয়ায় গত ১৬ মার্চ ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী এ.এইচ.এম. ফিরোজ সরকার (নৌকা) প্রতীক বিজয়ী হন। গত ০৬ এপ্রিল [স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪৩ দ্রষ্টব্য] চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীর নামের তালিকা বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।
শপথ গ্রহণকৃত চেয়ারম্যান এ.এইচ.এম. ফিরোজ সরকার বলেন, শপথ বাক্যের প্রতিটি কথা আমি মেনে চলব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ইউনিয়নের সকল জনগনকে সেবার মাধ্যমে এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024