আই নিউজ ডেস্ক
তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। বুদ্ধপূর্ণিমাসহ তিন দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকত এখন পর্যটকদের পদচারণায় মুখরিত।
গতকাল বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকেই কুয়াকাটায় পর্যটকের আগমন দেখা যায়। ঈদের ছুটিতে আশানুরূপ পর্যটক না এলেও বর্তমানে পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর। ফলে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও।
শুক্রবার (৫ মে) সরেজমিনে দেখা যায়, সমুদ্রের ঢেউয়ের সঙ্গে উল্লাসে মেতেছেন আগত পর্যটকরা। অনেকেই ঘুরছেন ওয়াটার বাইক, বিচ বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ উপভোগ করছেন। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠা জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বুদ্ধপূর্ণিমার ছুটি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। মোট তিন দিনের ছুটি পেয়ে পরিবারের সবাইকে নিয়ে এখানে চলে এসেছি। আমার বাচ্চারা কুয়াকাটা সৈকত অনেক পছন্দ করে। আমার কাছেও সময় কাটানোর সুন্দর জায়গা এটি।
ঢাকা থেকে আসা শুভ-ইশরাত দম্পতি বলেন, পুরো কুয়াকাটা সৈকত ঘুরেছি। খুবই সুন্দর জায়গা। সুযোগ পেলে আবারও আসার ইচ্ছে আছে।
গ্রিন ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন রাজু বলেন, টানা তিন দিনের সরকারি বন্ধ উপলক্ষ্যে আজকে হাজার হাজার পর্যটক কুয়াকাটায়। আশা করছি পর্যটকদের ভালো সেবা দিতে পারব এবং আমরাও লাভবান হব।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, তিন দিনের লম্বা ছুটিতে পর্যটকদের সার্বক্ষণিক সেবা দিতে আমরা প্রস্তুত রয়েছি। দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক পর্যটক এসেছেন কুয়াকাটায়। আমাদের ৭০% হোটেল বুকিং হয়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগের তুলনায় আজ কুয়াকাটায় পর্যটকের আগমন একটু বেশি। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করছি। পর্যটকদের সেবায় যেকোনো প্রয়োজনে টুরিস্ট পুলিশ সব সময় প্রস্তুত।
আইনিউজ/ইউএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024