হুমায়ুন কবির, রাণীশংকৈল
রাণীশংকৈলে বিষ মেরে কৃষকের ৪ একর জমির ফসল নষ্ট

ধান ক্ষেতের নষ্ট হয়ে যাওয়া ফসল পরিদর্শন করছেন কর্মকর্তারা। ছবি- প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পশ্চিম কালুগাঁও গ্রামের সোলেমান আলী, আশির উদ্দীন, সিরজুল ইসলামসহ ৪ জন কৃষকের প্রায় ৪ একর বুরো ধানের ক্ষেতে পূর্বশত্রুতার জের ধরে আগাছা মারা বিষ প্রয়োগ করে ধানক্ষেত পুরোই নষ্ট করে দিয়েছে দুর্বত্তরা।
গেল বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাতে আগাছা মারা বিষ প্রয়োগে ধানক্ষেতে দুর্বত্তরা এ ঘটনা ঘটায়। শুক্রবার (৫ মে) সকালে ধান ক্ষেতে গিয়ে কৃষকরা দেখতে পান, তাপমাত্রা বাড়ার সাথে সাথে বিষের প্রভাবে ধানক্ষেত ঝলসে গিয়ে সব ধান জ্বলে নষ্ট হয়ে গেছে।
খবর পেয়ে কৃষি অফিসের উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও রুমা আক্তার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগাছা নাশক দিয়ে পুরো ৪ একর ধানক্ষেতের ক্ষতি হয়েছে বলে উপস্থিত ক্ষতিগ্রস্থ কৃষকদের নিশ্চিত করেন। তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা রাণীশংকৈল থানায় একটি অজ্ঞাতনামা কয়েকজনের নামে মামলা দায়ের করেন। ভুক্তভোগী কৃষকরা এর সঠিক বিচারের দাবি জানান।
এ ব্যাপারে ওসি বলেন আগাছানাশক দিয়ে ধানক্ষেত ক্ষতির ব্যাপারে অজ্ঞাতনামায় কয়েকজনের নামে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ শনিবার (৬ মে) ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন করি স্টিভ, উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও রুমা আক্তার সরেজমিন পরিদর্শন করেছেন। ইউএনও ক্ষতিগ্রস্থ কৃষকদের আইনগত সহায়তা প্রদানের আস্বাস দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ জানান, কৃষি অফিস কৃর্তৃক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। ক্ষতিগ্রস্থ কৃষকদের আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024