রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট: ১৪:০৩, ১০ মে ২০২৩
অগ্নিকাণ্ডে রাণীশংকৈলে ১৫ টি ঘর পুড়ে ছাই
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর বাজেবকসা গ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের ১৫ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে দু'লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকাল ৫ টায় ওই গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের তথ্যমতে বাজে বকসা গ্রামের রাজেকুল, সাদেকুল,রফিকুল ও শফিরুল ৪ ভাই একই বাড়িতে বসবাস করে। ধান সিদ্ধ করা চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
আগুন লাগার পর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৫টি গোয়াল ঘর, ৫টি রান্না ঘর, ৪টি খড়িঘর ও ১টি খড়ের গাদাসহ মোট ১৫টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত রাণীশংকৈল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্টেশন ইনচার্জ নাসিম ইকবালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস কর্মীরা আধ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো আগুন নিয়ন্ত্রণ করতে তাদের ২ ঘন্টা সময় লেগেছে।
ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন, সবমিলে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনার সাথে সাথেই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পিআইও স্যামুয়িল মার্ডি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার সামগ্রীর প্যাকেট, কম্বল ও আর্থিক সহায়তা প্রদান করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024