মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর)
খানসামায় প্রাথমিক শিক্ষা কমিটি গঠনে নানান অভিযোগ
দিনাজপুরের খানসামায় "উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি" গঠনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়নে অনিয়মের অভিযোগ।
গত ২৫ মে দিনাজপুর জেলা প্রশাসককের কার্যালয়ে ৪১ জন প্রধান শিক্ষক স্বাক্ষরিত, একটি লিখিত অভিযোগপত্র জমা প্রদান করেন।
প্রধান শিক্ষকগণ লিখিত অভিযোগেে উল্লেখ্য, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি গঠনের নীতিমালা ২০১৪ এর ১.১৪ অনুচ্ছেদ অনুযায়ী একজন প্রধান শিক্ষক কমিটির সদস্য হিসেবে মনোনয়নের বিধান থাকলেও আমাদের খানসামা উপজেলা একজন চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকের মনোনয়ন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক এখনো সহকারি শিক্ষক হিসেবে গণ্য করা হয়।
তারা আরো বলেন, তদন্ত পূর্বক প্রজ্ঞাপনের আলোকে উক্ত মনোনয়ন বাতিল করতঃ একজন প্রধান শিক্ষককে মনোনয়ন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান করছি।
এই অভিযোগ ওঠে উপজেলার মারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মো. নেয়ামুলের ইসলামের বিরুদ্ধে।
এর আগে ৪ এপ্রিল উপজেলা শিক্ষা কমিটির সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত একটি নোটিশে চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নেয়ামুলকে সদস্য করে সভায় আহ্বান করেন।
এ বিষয়ে চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক মো. নেয়ামুলের ইসলাম বলেন, আমার কাছে এ রকম কোন অভিযোগ করেননি। আমার কাছে গেজেট আছে। আমি চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক এতে কোন সন্দেহ নেই।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. এরশাদুল হকের কাছে জানতে চাইলে। তিনি বলেন, ‘জেলা প্রশাসকের মনোনীত একজন প্রধান শিক্ষককে শিক্ষা কমিটির সভায় উপস্থিত হওয়ার জন্য চিঠি দিয়েছিলাম। প্রধান শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে কোন ত্রুটি থাকলে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সে বিষয়ে প্রজ্ঞাপন অনুযায়ী সিদ্ধান্ত নিবেন।'
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী বলেন, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক যেন না পায়, সে বিষয়টি আমি দেখব।
জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, জেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024