আই নিউজ ডেস্ক
ভারতে ট্রেনিং নিতে গিয়ে বাংলাদেশি ইউএনওর মৃত্যু
মারা যাওয়া ইউএনও মো. আল আমিন (৪২)। ছবি- সংগৃহীত
ভারতে ট্রেনিং নিতে গিয়ে ট্রেনিংরত অবস্থায় পটুয়াখালীর বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমিন (৪২) মারা গেছেন।
আজ রোববার (১১ জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় তিনি ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে ট্রেনিংরত অবস্থায় মারা যান।
ইউএনও গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। সে ২০২১ সালের ৩১ অক্টোবর মাসে বাউফলে যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার মহিশকাটা ইউনিয়নের চুনাখালী গ্রামে।
পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গত ৬ জুন ট্রেনিংয়ের জন্য ভারত যান। রোববার দুপুরে তিনি উত্তরখন্ড প্রদেশের মিশৌরীতে ট্রেনিং এ থাকা অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তন নিয়ে বর্তমানে বাউফলে অবস্থান করছেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024