ইয়ানূর রহমান, যশোর
আপডেট: ১১:০৯, ১৯ জুন ২০২৩
বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলরে ৭০ জনের মনোনয়ন দাখিল

পৌর নির্বাচনের ৪ মেয়র প্রার্থী। ছবি- আই নিউজ
বেনাপোল পৌরসভা নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (১৮ জুন) বিকাল ৪ পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল।
সময় শেষে মোট ৭৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেছেন বলে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন বলেও তিনি জানান।
মেয়র পদে বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ফারুক হোসেন উজ্জ্বল, মফিজুর রহমান সজন ও মাসুদুর রহমান মিলন দাখিল করেছেন।
অন্যদিকে, মহিলা ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জন, ২ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯ জন, ৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩ জন, পুরুষ ১ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৩ জন, ২ নং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৫ জন, ৩ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৭ জন, ৪ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৬ জন, ৫ নং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬ জন, ০৬ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৬ জন, ৭ নং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬ জন, ৮ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৮ জন ও ৯ নং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, ১৭ই জুলাই আসন্ন বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারন আসনের কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল সোমবার সকাল ১০ টার সময় যশোর নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। তিনি প্রার্থীদের সকলকে যশোরে নির্বাচন অফিসে উপস্থিত থাকার জন্য বলেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024