মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)
ডিমলায় উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন প্রার্থীদের মনোনয়ন দাখিল
উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করতে দেখা যায় প্রার্থীদের। ছবি- আই নিউজ
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী ও খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
শনিবার (১৮ জুন) মনোনয়ন পত্র দাখিলের শেষ মুহুর্তে প্রার্থী ও কমী-সমর্থকদের উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মত। তিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারি প্রার্থীরা হলেন, টেপা খড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম (নৌকা), মো. ময়নুল হক (সাবেক চেয়ারম্যান), মো. রবিউল ইসলাম (শাহীন), মো. হারুনুর রশিদ ও মো. আফছার আলী।
গয়াবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার (নৌকা), মো. শরিফ ইবনে ফয়সাল (মুন), মো. কামরুজ্জামান, মো. সামসুল হক (সাবেক চেয়ারম্যান), মো. আনোয়ারুল হক, মো. লুৎফর রহমান ও মো. রকনুজ্জামান।
খগাখড়িবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা), মোঃ রবিউল ইসলাম লিথন (সাবেক চেয়ারম্যান), মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আনোয়াার হোসেন।
এই তিন ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৫ হাজার ৩৮০ জন ও নারী ভোটারের সংখ্যা ২৫ হাজার ১১৭ জন।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৫ জন, সংরক্ষিত আসনের সদস্য ১০ জন ও সাধারন আসনের সদস্য ৩৪ জন, গয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৭ জন, সংরক্ষিত আসনের সদস্য ১২ জন ও সাধারন আসনের সদস্য ৩৪ জন, খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৪ জন, সংরক্ষিত আসনের সদস্য ১৪ জন ও সাধারন আসনের সদস্য ৩০ জন মোট এবারে নির্বাচন মোট ১৫০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র ডিমলা নির্বাচন অফিসে গিয়ে রির্টারনিং অফিসারের নিকট দাখিল করেছেন।
এ নিয়ে তিন ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলের সংখ্যা চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনের সদস্য ৩৬ জন ও সাধারন আসনের সদস্য ৯৮ জন।
গত ৩১ মে উপজেলার এই তিন ইউনিয়নের নাম তালিকায় প্রকাশ করে নির্বাচন কমিশন । ঘোষিত তফশিল অনুযায়ী তিন ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গত ১৮ ই জুন মনোনয়ন যাচাই-বাছাই ১৯ শে জুন, প্রার্থীতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্ধ ২৫ শে জুন ।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৭ ই জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ২৭ টি কেন্দ্রের ১৬০ টি কক্ষে ভোট অনুষ্ঠিত হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024