হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও)
লোকসঙ্গীতে জাতীয় পর্যায়ে প্রথম রাণীশংকৈলের ছাত্রী ইতি
শিক্ষামন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছে জাতীয় পর্যায়ে বিজয়ী ইতি। ছবি- আই নিউজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবর্ষের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী ইতি আক্তার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর জাতীয় পর্যায়ে লোকসঙ্গীত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে গত ৬ জুন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে সোমবার (১৯ জুন) বিকেলে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্বে জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি ও বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে জাতীয় পর্যায়ে লোকসঙ্গীত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী ইতি আকতার পুরস্কার হিসেবে সম্মাননা সনদ, নগদ অর্থ, ক্রেস্ট ও ম্যাডেল গ্রহণ করেন।
এ সময় রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, সহকারী শিক্ষক (শরীরচর্চা) মমতাজ আলী ও ইতির বাবা নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কার অর্জনকারী ইতি আকতার বলেন, আমার এই অর্জনের জন্য আমার বাবা, রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এরা সকলেই আমাকে এই বিশেষ অর্জনে বিভিন্নভাবে উৎসাহ এবং অনুপ্রেরণা জুগিয়েছেন।
পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা জানান, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রী ইতি আকতার লোকসঙ্গীতে জাতীয়ভাবে প্রথম হয়ে পুরস্কার অর্জন করায় রাণীশংকৈলসহ ঠাকুরগাঁও জেলার গৌরব অর্জন করেছে। তিনি তার পরবর্তী জীবনে আরও সমৃদ্ধি কামনা করেন।
রাণীশংকৈলের ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, ইতি আকতার জাতীয়ভাবে লোকসঙ্গীতে প্রথম হওয়ায় এ উপজেলাসহ গোটা জেলার জন্য গৌরব অর্জন করেছেন। আমি তার মঙ্গল কামনা করছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জন্য সব ধরনের সহযোগিতা থাকবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024