আই নিউজ প্রতিবেদক
আপডেট: ১২:২৬, ২২ জুন ২০২৩
স্বামীকে কুপিয়ে হ*ত্যা করে ৯৯৯ কল দিলেন স্ত্রী
প্রতীকী ছবি
রাজধানী ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা করে ৯৯৯ এ কল দিয়ে আত্মসমর্পন করেছেন বানু বেগম (৩২) নামের এক স্ত্রী। নিহত ওই ব্যক্তির নাম শামীম মিয়া (৪০)।
আজ বৃহস্পতিবার ভোরে রায়েরবাজার এলাকার ক্যান্সার গলিতে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরে শামীম মিয়ার স্ত্রী এ হ*ত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেন স্ত্রী বানু বেগম।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান অভিযুক্ত স্ত্রীর আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ভোর ৪টার দিকে খবর পায়। বানু বেগম নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে আমরা তাকে আমাদের হেফাজতে নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ঐ নারী জানায় এক মাস আগে বিয়ে করে তারা এই বাসায় উঠেছেন। বানু বেগমের আগের স্বামীর মৃত্যুর পর তিনি শামীম মিয়াকে বিয়ে করেন। অন্যদিকে শামীম মিয়ার স্ত্রী ও বাচ্চা আছে। পারিবারিক কলহের জেরে বানু শামীম মিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। শামীম মিয়া আচার বিক্রি করতেন।
এছাড়া ঘটনার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না সে বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ শেষে পরে বিস্তারিত জানানো হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024