আই নিউজ ডেস্ক
ঢাকায় মদপানে তরুণীর মৃ ত্যু, হাসপাতালে খালাতো বোন
ফাইল ছবি
রাজধানী ঢাকার ভাটারা আবাসিক এলাকার এক বাসায় মদপানে এক তরুণীর (২২) মৃত্যু এবং আরেকজন (২৫) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। সম্পর্কে তারা খালাতো বোন।
শনিবার (০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।
তাদের মামাতো বোন ইভা আক্তার জানান, জান্নাত ও ইমু আপন খালাতো বোন। দুজন মিলে একটি আবাসিক এলাকায় থাকেন। দুজনই পার্লারে কাজ করেন। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। সকালে ইভা খবর পান, জান্নাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। জান্নাত মদপান করেছিলেন বলে জানতে পেরেছেন তিনি।
এদিকে মারা যাওয়া তরুণীর বন্ধু আব্দুল মতিন জানান, গত বৃহস্পতিবার রাতে বসুন্ধরার ওই বাসায় মদপান করেন দুই তরুণী এবং তাদের এক ছেলে বন্ধু। এরপরই দুজন অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাতে একজন অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বারিধারার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তাকে রাতেই আবার বাসায় দিয়ে আসেন। ভোরে তিনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েলে দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যজনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024