মো. রওশান উজ্জামান রনি
রড চোর সন্দেহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আকাশ হ`ত্যা মামলায় গ্রে`ফতার ৩
র্যাব ২ । ছবি সংগৃহীত
ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থী আকাশ তার কয়েকজন বন্ধু নিয়ে মোহাম্মদপুরে নির্মাণাধীন স্কুলে প্রবেশ করে। সেই বিল্ডিং এর ভিতরে থাকা সাইট ইঞ্জিনিয়ার প্রান্তর নেতৃত্বে ছয় থেকে সাত জন রড চোর সন্দেহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আকাশকে হত্যা করে। এঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী র্যাব ২ এর অভিযানে গ্রে'ফতার ৩।
র্যাব ২ এর সাংবাদিকদের দেওয়া বক্তব্য- একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হ'ত্যা করা হয়। উক্ত হ'ত্যাকাণ্ডের প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার একটি হ'ত্যা মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে র্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী উক্ত হ'ত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় মূলত র্যাব ২ এর আভিধানিক দল উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোয়াজ্জেম হোসেন ওরফে প্রান্তসহ তিন জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে র্যাব জানতে পারে মূলত ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক দশটার দিকে ভুক্তভোগী আকাশ যিনি ষষ্ঠ শ্রেণী অধ্যায়নতা একজন শিক্ষার্থী তিনি তার কয়েকজন বন্ধু নিয়ে সেই নির্মাণাধীন স্কুলে তিনি প্রবেশ করছিলেন। সেই বিল্ডিং এর ভিতরে থাকা সাইট ইঞ্জিনিয়ার প্রান্তর নেতৃত্বে ছয় থেকে সাত জন তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে ধরার চেষ্টা করে। ভুক্তভোগী সাথে থাকা অন্যান্য বন্ধুরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তারা দৌড়ে ভুক্তভোগী আকাশকে ধরে ফেলতে সক্ষম হয়। পরবর্তীতে এই ভুক্তভোগীকে সাইট ইঞ্জিনিয়ার প্রান্তর নির্দেশে এবং তার নেতৃত্বে সেখানে অবস্থানরত আরো ৫-৬ জন ধরে নিয়ে তারা যেখানে থাকেন অর্থাৎ সাইটের কাজ যারা করেন তারা যেখানে বসবাস করেন তারা তাকে সেখানে নিয়ে যান। পরবর্তীতে প্রান্তর নির্দেশে সেখানে অবস্থানরত সকলি মিলে ভুক্তভোগীকে হাত-পা বেঁধে একটি বাসের সাথে ঝুলিয়ে রাখে। ঝুলানো অবস্থায় ভুক্তভোগী এই কিশোর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আর্তনাদ করছিল এবং সে বলছিল যে সে মূলত এমনিতেই এই বিল্ডিং এ প্রবেশ করেছিল। আসামিদের বক্তব্য অনুযায়ী এই বিল্ডিং এ কখনো এ ভুক্তভোগীকে তারা প্রবেশ করতে দেখেনি।
পরবর্তীতে গ্রেফতারকৃত মোয়াজ্জেমের নির্দেশে গ্রেফতারকৃত অন্যান্য সদস্যরা এবং গ্রেফতারকৃত মোয়াজ্জে নিজে এই শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে তাকে সারারাত সেখানে পেটাতে থাকে। আনুমানিক ভোর ছয়টা দশের দিকে তাদের এই সারারাত নির্যাতনের ফলে ভুক্তভোগী কিশোর মারাত্মকভাবে জখম হয়। যখন তার অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন এই ভুক্তভোগীর কাছ থেকে তার পরিবারের মোবাইল নাম্বার সংগ্রহ করে এই আসামিরা তাদের পরিবারকে ভুক্তভোগীকে নিয়ে যাওয়ার জন্য ফোন দেন। যার প্রেক্ষিতে আনুমানিক সকাল আটটার দিকে ভুক্তভোগীর পরিবার তাকে নিয়ে যাওয়ার পরে এই কিশোর আকাশের নির্মমভাবে মৃত্যু হয় ভুক্তভোগীর বাসার মধ্যেই। ভুক্তভোগীর মৃত্যুর খবর পেয়ে যারা সারা রাত তাকে অমানবিক নির্যাতন করেছে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে রাজধানী বিভিন্ন জায়গায় অর্থাৎ সাভার যাত্রাবাড়ী সহ বিভিন্ন জায়গায় তাদেরকে পলাতক অবস্থায় র্যাব ২ এর আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত মোয়াজ্জেম যিনি মূলত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং মূল নির্দেশদাতা ছিলেন তার নির্দেশেই এবং তিনি নিজে সরাসরি অংশগ্রহণ করে এই কিশোর আকাশের মৃত্যু নিশ্চিত করেন। তার নির্দেশে এবং তার সহযোগিতায় মূলত তাকে মধ্যযুগীয় কায়দায় বাসে জুড়ানো হয় হাত পা বেঁধে। বিভিন্ন সময় এই কিশোরকে এই মধ্যযুগীয় পৈশাচিকভাবে যে নির্যাতন করা হচ্ছে সেটার ভিডিও তিনি তার নিজের মোবাইলে ধারণ করেন। তিনি মূলত এই প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কাজ করছিলেন।
পরবর্তীতে তিনি যখন জেনেছেন যে ভুক্তভোগী মৃত্যুবরণ করেছেন তারপর তিনি সেখান থেকে আত্মগোপনে চলে যান। রাজধানী রমনা এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হন। গ্রেফতারকৃত ফিরোজ যিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক এবং তিনিও বিভিন্নভাবে বাঁশ দিয়ে লাঠি দিয়ে স্ট্যাম্প দিয়ে ভুক্তভোগী কে সারারাত্র মারধর করেছেন ও পরবর্তীতে তিনিও সাভারের হেমায়েতপুরে আত্মগোপনে অবস্থায় র্যাবের কাছে ধরা পড়ে। গ্রেফতারকৃত মুস্তাফিজুর যিনি এই প্রজেক্টের নির্মাণাধীন সাইড টিটি ছিলেন সেখানে কর্মরত ছিলেন। তিনি মূলত প্রাথমিকভাবে ভুক্তভোগীকে ধরে বাসে জুলানোর সময়টাতে তিনি সরাসরি সহযোগিতা করেছেন এবং পরবর্তীতে ভুক্তভোগীকে নির্যাতনে তিনি সহযোগিতা করেছেন। তাদের তথ্য অনুযায়ী এখানে আরো কয়েক জন ছিলেন যাদের নাম আমরা পেয়েছি তাদেরকে গ্রেফতারে আমাদের অভিযান চলছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
আই নিউজ/আর
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024