মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)
খানসামায় চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য অধিদপ্তর
দিনাজপুরের খানসামা উপজেলা চত্বরে চায়না দুয়ারী জাল পোড়াচ্ছেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
দিনাজপুরের খানসামায় অভিযান চালিয়ে ভয়ংকর চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেলান নদীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে মৎস্য অধিদপ্তর। জব্দকৃত জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন।
অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার। অভিযানে উপজেলার বেলান নদীর বিভিন্ন স্থান থেকে মোট ১০০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
অনেকদিন ধরে খানসামা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া বেলান নদীতে ভয়ংকর চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করে আসছে একটি চক্র। নিষিদ্ধ এই জালে ছোট বড় ও মা মাছসহ সব ধরণের মাছ আটকা পড়ছে। এতে করে দেশীয় মাছের সংকট দেখা দিচ্ছে। যা আগামী আরো ভয়ংকর রুপ নিতে পারে বলে মনে করেন অনেকে।
নিষিদ্ধ এই জাল দিয়ে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য অধিদপ্তর। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং নীতিমালা ১৯৮৫ অনুযায়ী দেশব্যাপী এই অভিযান অব্যাহত রেখেছে মৎস্য অধিদপ্তর।
খানসামা উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার বলেন, আমরা সর্বমোট ১৭টি মাছ শিকারের চায়না দুয়ারী জাল জব্দ করেছি। এসব জালের দুরত্ব মোট ১০০০ মিটার। মৎস্য সংরক্ষণে আমরা নিয়মিত এ অভিযান পরিচালনা করছি। জব্দ করা জালের মূল্য দেড় লাখ টাকা। যা আমরা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024