হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
রাণীশংকৈলে দুইশো বোতল ফেন্সিডিলসহ ৩ জন আটক
ছবি- আই নিউজ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি খড় বোঝাই ট্রাক থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবীর রাতে উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর থেকে তাদেরকে আটক করে পুলিশ। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার উপজেলার রাতোর ইউনিয়নের রাঘবপুর স্কুলের পূর্বপাশে পাকা সড়কে ওই ফেন্সিডিলবাহী ট্রাকসহ ৩ মাদক কারবারিকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার প্রয়াগপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে এনামুল হক (২৫), দিনাজপুর কোতোয়ালি থানার সুইহারি গোপালবাগ এলাকার আব্দুল জলিলের ছেলে মো. রানা (২৮) ও বিরোল উপজেলার মুরাদপুর সাতভায়াপাড়া গ্রামের মইনুলের ছেলে মোস্তফা (৩৩)। জব্দকৃত ট্রাকটির নং ঢাকা মেট্রো-ড ১১-৬৯৮৮।
থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে এসআই এরশাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানকারি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে আজ একটি মাদকের চালান চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। এ তথ্য নিয়ে উপজেলার রাতোর রাঘবপুর স্কুলের পূর্বদিকে মোমিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ট্রাকে খড় বোঝাই করার সময় ট্রাক চালকসহ তিন জন মাদক কারবারিকে আটক করে পুলিশ। এ সময় ট্রাকের খড়ের ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
রাণীশংকৈল থানার ওসি জানান, ২০০ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে তাদেরকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024