মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)
আপডেট: ১৮:৪৩, ১ অক্টোবর ২০২৩
দিনাজপুর-৪ আসন
খানসামায় মনোনয়ন প্রত্যাশীরা ছুটছেন পাড়া মহল্লায়
দিনাজপুর-৪ আসনে মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকা প্রার্থীরা। ছবি- আই নিউজ
বৃহৎ জেলা দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনের মধ্যে অন্যতম দিনাজপুর-৪। খানসামা ও চিরিরবন্দর উপজেলা নিয়ে এ আসন গঠিত। আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সময়ের সাথে সাথে বাড়ছে নির্বাচনী আমেজ। এই আসনে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই মাঠ গরম করে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা ছুটছেন, পাড়া মহল্লায় ও হাট-বাজারে। মনোনয়ন প্রত্যাশীদের চলছে পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুনের প্রতিযোগিতা।
এ প্রতিযোগিতা এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়ায় বেশ সরগম। প্রধান দু’টি দলের মধ্যে আওয়ামী লীগ ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং বিএনপি অপেক্ষায় আছে কেন্দ্রীয় নির্দেশনার। পিছিয়ে নেই জাতীয় পার্টি ও জামায়াত। দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় ঘন ঘন যাতায়াত শুরু করেছেন। প্রার্থীরা সাধারণ মানুষের কাছে ‘মাটির মানুষে’ পরিণত হয়েছেন। সকলেরই লক্ষ্য দল মনোনয়ন দিলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে অধিকাংশই দলের মনোনয়ন না পেলে নির্বাচন করবেন না।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, যদিও সময় আছে এখনো। ভোটাররা বলছেন, উন্নয়ন এখানে বড় বিষয় নয়, জয় নির্ভর করবে প্রার্থীর উপর। স্থানীয়দের অভিযোগ, বর্তমান এমপি এলাকায় কম আসেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততাও কম, এ নিয়ে তৃণমূল আওয়ামী লীগের ক্ষোভ। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশীর কোন্দলের ভিড়ে সুযোগ পাওয়ার চেষ্টা করছেন দলটির নতুন নতুন মুখ। সময় বাড়লে আরো মনোনয়ন প্রত্যাশী সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন অনেকে।
বিএনপি’র তিন প্রার্থী থাকলেও নেই নতুনত্ব। হাটি হাটি পা পা করে জাতীয় পার্টির দুই প্রার্থী। প্রকাশ্যে না থাকলেও, জামায়াত এই আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
দিনাজপুর-৪ আসনে খানসামা উপজেলার ৬টি ও চিরিরবন্দর উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। বর্তমানে এই আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। তিনি এই আসন থেকে ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে টানা তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী নির্বাচনে তিনি ছাড়াও মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন এই আসন থেকে নির্বাচিত কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু।
একই সঙ্গে সমান তালে প্রচার চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, সাবেক জেলা যুবলীগ ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাজী মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. সামসুর রহমান পারভেজ, এছাড়া একই দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছেন ঢাকাস্থ ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিফ কনসালট্যান্ট, জেলা আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
এছাড়াও রয়েছেন চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রধানমন্ত্রীর সাবেক ব্যাক্তিগত নিরাপত্তা সহকারী, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য ও জেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হাবিব, খানসামা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রমথ চন্দ্র রায়, চিরিরবন্দর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার।
-
তাহিরপুরে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম কিবরিয়ার মতবিনিময়
-
বেপরোয়া অটোরিক্সার ধাক্কায় ১ শিশুর মৃ ত্যু, আহত ৪
অপরদিকে এই আসন থেকে বিএনপি’র মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপি সহ-সভাপতি হাফিজুর রহমান এবং সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম।
জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন খানসামা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোনাজাত চৌধুরী মিলন ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলীম হাওলাদার।
জামায়াত থেকে মনোনয়ন পেতে পারেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024