আই নিউজ ডেস্ক
গান-বাজনা করি বলে কেউ মারধর করেনি: চারণকবি রাধাপদ

ছবি- সংগৃহীত
পূর্ববিরোধের জেরে হামলার শিকার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চারণকবি রাধাপদ রায় সুস্থ হয়ে ওঠছেন। দুই একদিনের মধ্যে ছাড়া পাবেন হাসপাতাল থেকে। কবি জানিয়েছেন, গান-বাজনা করেন দুয়েকদিনে মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
মঙ্গলবার (৩ অক্টোবর) হাসপাতালের বিছানায় বসে রাধাপদ রায় একটি জাতীয় দৈনিককে বলেন, ‘আমি বাউল সাধক, কবি বা গান-বাজনা করি বলে কেউ মারধর করেনি। মূলত অভিযুক্ত দু’জন পূর্ববিরোধের জেরে আমাকে মারধর করেছে।’
রাধাপদ রায় নাগেশ্বরীর ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা গ্রামের বাসিন্দা। শত্রুতার জেরে গত শনিবার তার ওপর হামলা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন কবির ছেলে যুগল রায় পার্শ্ববর্তী কচুয়ারপাড় এলাকার কদুর রহমান ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার তিনজনকে থানায় নেওয়া হয়েছে।
-
নির্বাচন কমিশন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে: সিইসি
-
চট্টগ্রামে কলোনিতে ভ য়া ব হ আগুন, পুড়ে গেছে ৬০ ঘর
হাসপাতালের চিকিৎসক আইরিন পারভীন মুক্তা বলেন, ‘শনিবার যখন হাসপাতালে আনা হয়, তখন রাধাপদ রায়ের পিঠে ক্ষতচিহ্ন ছিল। মাথায় একটু আঘাতের চিহ্নও ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মোটামুটি সুস্থ। দুই-এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে।’
নাগেশ্বরী থানার ওসি আশিকুর রহমান বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্ত কদুরের স্ত্রী, শ্যালক ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত দু’জনের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024