ময়মনসিংহ (তারাকান্দা) প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির ১৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ফাইল ছবি
ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় বিএনপির অন্তত ১৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৭৫ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে।
গত মঙ্গলবার অবরোধ চলাকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার ধলি নামকস্থানে নাশকতা সৃষ্টির দায়ে ফুলপুর থানার এসআই বকুল সাহা বাদি হয়ে ময়মনসিংহ জেলা (উঃ) বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রোকনোজ্জামান, উপজেলা যুবদল সভাপতি সানোয়ার হোসেন খানসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অপরদিকে একই সড়কের তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর নামকস্থানে অবরোধ চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে তারাকান্দা থানার এসআই মো. শামীম হোসাইন বাদি হয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল হক মন্ডল, ছাত্রদল আহবায়ক আলমগীর হোসেন রকিসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার ব্যাপারে তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার মোবাইল ফোনে বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন থেকে দূরে রাখতে মিথ্যা বানোয়াট গাইবি মামলা নেতা কর্মীদের নামে দেওয়া হচ্ছে। উক্ত মামলা গুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান ও গ্রেফতার কৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024