হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-২ আসনে ভাইয়ের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী আসলাম জুয়েল
ঠাকুরগাঁও-২ আসনে ভাইয়ের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী আসলাম জুয়েল। ছবি- সংগৃহীত
ঠাকুরগাঁও-২ আসনে ভাইয়ের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন আলী আসলাম জুয়েল। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার আপন চাচাতো ভাই আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনিত প্রার্থী মাজহারুল ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।
পদত্যাগ জমাদানের পর ঠাকুরগাঁও-২ আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলী আসলাম জুয়েল।
আলী আসলাম জুয়েল আওয়ামী লীগের দলীয় টিকিট পেতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দলের সভাপতি শেখ হাসিনা এই আসন থেকে জুয়েলের আপন চাচা সংসদ সদস্য দবিরুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম সুজনকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেন। মাজহারুল ইসলাম সুজন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে মাজহারুল ইসলাম সুজনের চাচাতো ভাই আলী আসলাম জুয়েল উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আলী আসলাম জুয়েলের সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। ঠাকুরগাঁও -২ আসনে আলী আসলাম জুয়েলের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। দলের বাইরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার জুয়েলের গলায় পড়াবে বলেও সমর্থকরা জানান।
এ বিষয়ে আলী আসলাম জুয়েল বলেন, পদত্যাগ করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছি, ইনশাল্লাহ ঠাকুরগাঁও-২ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে।
এ দিকে দলীয় মনোনয়ন না পেয়ে আলী আসলাম জুয়েল(নৌকার প্রার্থী)ভাইয়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এনিয়ে নানা জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে ঠাকুরগাঁও-২ নির্বাচনী এলাকায়।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024