বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-২ আসনে বৈধ ১১ প্রার্থী, ২ জনকে অবৈধ ঘোষণা
বরিশাল-২ আসনে বৈধ ১১ প্রার্থী, ২ জনকে অবৈধ ঘোষণা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ ১৩ প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও দুইজনের অবৈধ ঘোষিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. শহিদুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এসময় তিনি বরিশাল-২ আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, স্বতন্ত্র প্রার্থী তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব মো. মনিরুল ইসলাম মনি, শেরে বাংলার দ্যেহিত্র ও আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, ওয়ার্কার্সপার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টির দুইজন প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও রনজিৎ বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস,জাকের পার্টির প্রার্থী মো. স্বপন মৃধা (মাহামুদ), ওয়ার্কার্স পার্টির নেতা জহিরুল ইসলাম টুটুল, তৃণমুল বিএনপির প্রার্থী শাহজাহান সিরাজ, ও এনপিপির প্রার্থী সাহেব আলী হাওলাদার ।
এ ছাড়া, এ আসনের অন্য দুই প্রার্থী জেপির ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ ও কংগ্রেসের মিরাজ হোসেনের মনোনয়নপত্র কাগজে ত্রুটির কারণে অবৈধ বলে ঘোষণা করা হয়।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024