ইমরান আল মামুন
এক নজরে শেরপুর জেলা
আজকের প্রতিবেদনে উপস্থাপন করা হচ্ছে এক নজরে শেরপুর জেলা সম্পর্কে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শহর দেখতে আসে বিভিন্ন দেশের প্রান্ত থেকে হাজার হাজার পর্যটকরা।
আজকে আমরা এই শহর সম্পর্কে আলোচনা করব। যার মাধ্যমে শেরপুর জেলার ইতিহাস, পর্যটন এবং ভৌগোলিক অবস্থান সহ বিভিন্ন সকল তথ্যগুলো জানতে পারবেন। অর্থাৎ আমাদের এই আর্টিকেলের মাধ্যমেই আপনারা এই শহর সম্পর্কে পুরোপুরি তথ্যগুলো পেয়ে যাবেন। আসুন আমরা এখন এই জেলা সম্পর্কে সবকিছু জেনে নেই।
এক নজরে শেরপুর জেলা
মূলত এই জায়গাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত। ২০১৫ সালের আগে এটি ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। কিন্তু যখন ময়মনসিংহ বিভাগ হয় তারপর থেকে এটি ময়মনসিংহের অন্তর্ভুক্ত হয়ে যায়। শেরপুর জেলার মোট আয়তন হচ্ছে ১ হাজার ৩৬৩ কিলোমিটার। পূর্ববর্তী সময়ে জামালপুরের একটি মহকুমা ছিল এটি। পরবর্তীতে ১৯৮৪ সালে এটিকে জেলায় উন্নত করা হয়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ১৮৩ কিলোমিটার।
পূর্বে এটি ছিল প্রাচীনকালের কামরূপা রাজ্যের একটি অংশ। এখানে ছিল মুঘল সম্রাট আকবরের শাসন এলাকা। এরপর চলে বারো ভূঈয়াদের শাসন ব্যবস্থা। জেলাটির উত্তরে অবস্থিত ভারতের মেঘালয়, দক্ষিণে ময়মনসিংহ জেলা, পশ্চিমে জামালপুর জেলা এবং পূর্বে ময়মনসিংহ জেলা।
শেরপুর জেলার জনসংখ্যা এবং অন্যান্য বিষয়
শেরপুর জেলার মোট জনসংখ্যা হচ্ছে ১৫ লক্ষ ১৮৫৩ জন। প্রতি বর্গ কিলোমিটারে বসবাস সংখ্যা ১৩৬৩। আর মোট সাক্ষরতার হার হচ্ছে 78.6 শতাংশ। তার পরিমাণ বেড়েছে অনেকাংশ। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস। যেমন রয়েছে চাকমা, এবং সাঁওতাল সহ অন্যান্য মানুষ। বসবাস চলে আসছে প্রায় কয়েক শত বছর আগে থেকেই। সবাই মিলেমিশেই বসবাস করছে এই এলাকাতে। এছাড়াও রয়েছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এর বসবাস। সবাই এখানে মিলেমিশেই বসবাস করে থাকেন।
শেরপুরের শিক্ষা প্রতিষ্ঠান
যদি এক নজরে আপনি শেরপুর জেলা সম্পর্কে জানতে চান তাহলে সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা দরকার। কারণ এখানে সাক্ষরতার হার অনেক বেশি এবং পড়াশোনা প্রতি দারুন আগ্রহ রয়েছে এখানকার মানুষের। জালের মত সরিয়া সিটে রয়েছে সরকারি বেসরকারি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যেমন এখানে রয়েছে ৩টি সরকারি কলেজ, ১৬ টি বেসরকারি কলেজ, ৩টি সরকারি উচ্চ বিদ্যালয় সহ নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সম্পর্কে জানব।
- কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুর
- কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়
- নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
- গোপালখিলা উচ্চ বিদ্যালয়
- শেরপুর সরকারী মহিলা কলেজ
- শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমী
- কামারের চর পাবলিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- শেরপুর সরকারি কলেজ,শেরপুর
- শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট
- ডা.আলহাজ্ব সেকান্দর আলী কলেজ
- শ্রীবরদী সরকারি কলেজ
- জমশেদ আলী মেমোরিয়াল কলেজ
- শেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ
শেরপুর বিভিন্ন গণমাধ্যম
এই জেলাটিতে বেশ কিছু গণমাধ্যম রয়েছে যেগুলো অত্যান্ত দ্রুত সংবাদ প্রকাশ করে থাকেন। আপনি যদি শেরপুর জেলার মধ্যে কোন সংবাদ মাধ্যম খুঁজে থাকেন তাহলে নিচের দেওয়া যে কোন একটি মাধ্যমে দেখতে পারেন। আমরা এই সংবাদ মাধ্যমের তালিকা গুলো নিচে দিয়ে দিলাম।
- শেরপুর প্রতিদিন
- বারসাটি
- বাংলার কাগজ
- শ্যামলবাংলা২৪ডটকম
- শেরপুর টাইমস
- সাপ্তাহিক চলতি খবর
- সাহিত্যলোক
- শেরপুর নিউজ ২৪
- দেশবার্তা বিডি
- নকলা২৪
- সাপ্তাহিক দশকাহনিয়া
- নিউজনকলা
- আওয়ার শেরপুর
- সাপ্তাহিক শেরপুর
স্বাস্থ্য কেন্দ্র
একজন ব্যক্তি যে জেলার সম্পর্কে জানতে চান না কেন আপনাকে অবশ্যই সে জেলার স্বাস্থ্য সেবা সম্পর্কে জানতে হবে। তাই এক নজরে শেরপুর জেলার তালিকায় আমরা এটি রেখেছি। একটি জেলা কতটা উন্নত সেটি নির্ভর করে তার স্বাস্থ্য কেন্দ্রের উপর অনেকটাই। জেলার স্বাস্থ্য সেবা যত উন্নত সেই জেলার মানুষ তত সুস্থ থাকেন। এই তালিকা দেখে নেই।
- ১ টি জেলা সদর হাসপাতাল
- ১ টি টিবি ক্লিনিক
- ২ টি বেসরকারী ক্লিনিক
- ৫ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- ১ টি ডায়াবেটিক সেন্টার
- ১ টি মাতৃমঙ্গল ও শিশু কল্যাণ কেন্দ্র
- ১ টি যক্ষ্মা সেটেলাইট কেন্দ্র
- ১ টি নিরাপদ কমিউনিটি প্রোগ্রাম
- ১৭ টি সেটেলাইট ক্লিনি
- ১ টি কুষ্ঠ সেটেলাইট কেন্দ্র
- ১ টি মিশন হাসপাতাল
- ৫২ টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র
- ২ টি গণ স্বাস্থ কেন্দ্র
শেরপুরের সেরা দর্শনীয় স্থানগুলো
মূলত শেরপুর হচ্ছে বাংলাদেশের একটি বর্ডার অঞ্চলিত এলাকা। এখানে রয়েছে পাহাড় এবং নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ শুধুমাত্র পর্যটন ভ্রমণের ক্ষেত্রেই এখানে যায়। আসুন আমরা এই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জেনে নেই। এখানে প্রতিবছর অনেক মানুষ ঘুরতে যান।
- গজনী অবকাশ কেন্দ্র,
- অলৌকিক গাজির দরগাহ, নকলা
- মুন্সি দাদার মাজার, নকলা
- বেড় শিমুল গাছ, নকলা
- মধুটিলা ইকোপার্ক,
- ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদ
- গড়জরিপা বার দুয়ারী মসজিদ
- মাইসাহেবা জামে মসজিদ
- বঙ্গবন্ধু পার্ক
- কসবা মুঘল মসজিদ
- নয়আনী জমিদার বাড়ি
- নয়আনী জমিদার বাড়ির রংমহল,
- নয়াআনী বাজার নাট মন্দির,
- গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির,
- লোকনাথ মন্দির ও রঘুনাথ জিওর মন্দির
- বারোমারি গীর্জা ও মরিয়ম নগর গীর্জা
- নয়াবাড়ির টিলা
- রাজার পাহাড় ও বাবেলাকোনা
- পানিহাটা-তারানি পাহাড়
- পানি হাটা দিঘী
- সুতানাল দীঘি
- গড়জরিপা কালিদহ গাং এর ডিঙি
- গড়জরিপা ফোর্ট (১৪৮৬-৯১ খ্রিষ্টাব্দ)
- নালিতাবাড়ির রাবারড্যাম
- মঠ লস্কর বারী মসজিদ (১৮০৮ খ্রিষ্টাব্দ)
- আড়াই আনী জমিদার বাড়ি
- পৌনে তিন আনী জমিদার বাড়ি
- অর্কিড পর্যটন কেন্দ্র
- শাহ কামাল এর মাজার (১৬৪৪ খ্রিষ্টাব্দ)
- শের আলী গাজীর মাজার
- জরিপ শাহ এর মাজার
শেরপুর জেলার বিখ্যাত ব্যক্তিরা
এখানে এক নজরে শেরপুর জেলার অন্যতম আকর্ষণীয় বিষয় হচ্ছে বিখ্যাত ব্যক্তিরা। কারণ একটি বিখ্যাত করতে অন্যতম ভূমিকা পালন করে সেখানে সুনামধন্য ব্যক্তিরা। এখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন যারা শেরপুরকে উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আসুন আমরা তাদের তালিকাটি এখন দেখে নেই।
- নিগার সুলতানা জ্যোতি
- ওয়াকার-উজ-জামান
- এম এ বারী
- সৌমিত্র শেখর দে
- ডা.নাদেরুজ্জামান খান
- বদরুল আলম
- সেরাজুল হক
- রবি নিয়োগী
- আবদুল্লাহ-আল-মাহমুদ
- এ কে এম ফজলুল হক
- শ্যামলী নাসরিন চৌধুরী
- করম শাহ
- টিপু শাহ
- গোপালদাস চৌধুরী
- ফাতেমা তুজ্জহুরা
- জানকুপাথর ও দোবরাজপাথর
- মতিয়া চৌধুরী
- মাহমুদুল হক রুবেল
- জাহেদ আলী চৌধুরী
- জহুরুল হক মুন্সি
- খন্দকার মোহাম্মদ খুররম
- হেদায়েতুল ইসলাম
- মনজুরুল আহসান বুলবুল
- মোতাসিম বিল্লাহ খুররম
- খন্দকার আবদুল হামিদ
- আতিউর রহমান আতিক
- মুহাম্মদ কামারুজ্জামান
- বজলুর রহমান
- আব্দুস সালাম
- মো: গোলাম রহমান
আমাদের আজকের প্রতিবেদনে দেখতে পারলেন এক নজরের শেরপুর জেলার সম্পর্কে সকল তথ্যগুলো। এরকম সকল জেলার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার জন্য আমাদের প্রতিবেদন গুলো পড়বেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024