ইমরান আল মামুন
আপডেট: ১৮:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৩
এক নজরে সিরাজগঞ্জ জেলা
বিভিন্ন জেলার মতো আজকে আমরা নিয়ে হাজির হয়েছি এক নজরে সিরাজগঞ্জ জেলা সম্পর্কে। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা সিরাজগঞ্জ কিসের জন্য বিখ্যাত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো তথ্যগুলো।
বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে গুরুত্বপূর্ণ একটি খেলা হচ্ছে সিরাজগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরার পাশাপাশি এখানে রয়েছে আধুনিক শহর ব্যবস্থা। যমুনা নদীর কোল ঘেঁষে অবস্থান করছে। রয়েছে অপরূপ সুন্দর জমা স্থান যা দেখার জন্য প্রত্যেক বছর কয়েক হাজার মানুষ ভ্রমণ করতে চায় সেখানে। প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয়টি জানবো এখন।
এক নজরে সিরাজগঞ্জ জেলা
বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা হচ্ছে সিরাজগঞ্জ। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে বৃহত্তম দিক থেকে এর অবস্থান রয়েছে ১২ তম। অর্থাৎ 12 তম জেলা হিসেবে এটি খ্যাতি লাভ করেছে সারা বাংলাদেশ জুড়ে। ঢাকা থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলাটি যমুনা নদীর তীরে অবস্থান করছে। বঙ্গবন্ধুর যমুনা সেতু থেকে ৮ কিলোমিটার দূরে গেলে সিরাজগঞ্জ শহর অবস্থিত। এই জেলার বেলকুচিতে অবস্থার করতেন জমিদার সিরাজ উদ্দিন। তার নাম অনুসরণ করেই রাখা হয়েছে সিরাজগঞ্জ। মূলত বঙ্গবন্ধু যমুনা সেতুকে বলা হয় সিরাজগঞ্জের প্রবেশ পথ।
ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা এবং আয়তন
এই জেলাটির উত্তর পূর্বে রয়েছে রাজশাহী, দক্ষিণে রয়েছে বগুড়া, এবং পশ্চিমে রয়েছে যমুনা সেতুর এবং তারপরে রয়েছে জামালপুর এবং টাঙ্গাইলের কিছু অংশ। ২০২১ সালের আদমশুমারীর হিসাব অনুসারে এখানে মোট জনসংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার। আর এই জ্বালার মোট আয়তন হচ্ছে ৩১২৭ বর্গ কিলোমিটার। অনেক বড় আয়তনের এই জেলাটি বাংলাদেশের প্রায় মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে।
সিরাজগঞ্জ জেলার স্কুল কলেজের তালিকা
আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে এক নজরে সিরাজগঞ্জ জেলার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানব। এখানে জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সরকারি বেসরকারি ছোট-বড় শিক্ষা প্রতিষ্ঠান। সেই তালিকা সম্পর্কে এখন আমরা জানি।
- সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
- বেলকুচি মডেল কলেজ
- রাজাপুর ডিগ্রী কলেজ
- কামারপাড়া আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়
- আজুগড়া উচ্চ বিদ্যালয়
- আলিম উদ্দিন ওসমন গণি উচ্চ বিদ্যালয়
- জি এস কে এল উচ্চ বিদ্যালয়
- সিরাজগঞ্জ কালেক্টরয়্যাল উচ্চবিদ্যালয় এবং কলেজ
- সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- সৈয়দ আকবার আলী মেমোরিয়্যাল উচ্চবিদ্যালয়, চন্ডিদাস গাতি, সিরাজগঞ্জ
- ধুকুরিয়্যা বহুমূখী উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জ
- সোহাগপুর নুতন পাড়া এ.এস উচ্চ বিদ্যালয়
- খাস সোনামুখী এস.সি উচ্চ বিদ্যালয়
- চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়
- তামাই বালিকা উচ্চ বিদ্যালয়
- বি. ইউ. কে উচ্চ বিদ্যালয়
- মেটুয়ানী উচ্চ বিদ্যালয়
- সমেশপুর উচ্চ বিদ্যালয়
- রাজাপুর উচ্চ বিদ্যালয়
- মাজেদা আদিল স্মরণীয় উচ্চ বিদ্যালয়
- সেন ভাংগাবাড়ী উচ্চ বিদ্যালয়
- দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
- আজগড়া উচ্চ বিদ্যালয়
- তেঞাশিয়া উচ্চ বিদ্যালয়
- দৌলতপুর ডিগ্রি কলেজ
- ইলিয়াস-কণা গোপরেখী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
- ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
- উদগাড়ি উচ্চ বিদ্যালয়।
- রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ, টেংলাহাটা
- সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, সোনামুখী, কাজিপুর
- কাজিপুর সরকারি মনছুর আলী কলেজ
- শুভগাছা টেংলাহাটা রফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়
- তারাকান্দি উচ্চ বিদ্যালয়।
- কাচিহারা উচ্চ বিদ্যালয়।
- সোনামুখী উচ্চ বিদ্যালয়।
- বি এল সরকারি উচ্চ বিদ্যালয়
- ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ
- হেলালী কেজি স্কুল
- সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- গৌরী আরবান বালিকা উচ্চবিদ্যালয়
- জুয়েলস ওক্সফোর্ড ইন্টা'ল বিদ্যালয় ও কলেজ, সিরাজগঞ্জ
- সিরাজগঞ্জ বহুমূখী ইউসিসিও বিদ্যালয়
- পিডিবি উচ্চবিদ্যালয়
- সবুজ কানন উচ্চবিদ্যালয় এবং কলেজ, সিরাজগঞ্জ
- গান্ধাইল উচ্চ বিদ্যালয়।
- মেঘাই উচ্চ বিদ্যালয়।
- গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়।
- সিরাজগঞ্জ সরকারি কলেজ
- ইসলামিয়া সরকারি কলেজ
- শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ
- মওলানা ভাসানী কলেজ, সিরাজগঞ্জ।
- সবুজ কানন উচ্চবিদ্যালয় এবং কলেজ
- রিভার ভিউ আইডিয়্যাল কলেজ,চন্ডিদাস গাতি, সিরাজগঞ্জ
- আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এবং কলেজ
- সরকারী টেকনিক্যাল উচ্চবিদ্যালয় এবং কলেজ, সিরাজগঞ্জ
- উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়,উল্লাপাড়া, সিরাজগঞ্জ
- বড় পাঙ্গাসী দ্বিমুখী উচ্চবিদ্যালয়, উল্লাপাড়া
- জাতীয় তরুণ সংঘ বড় পাঙ্গাসী ডিগ্রী কলেজ, উল্লাপাড়া।
- বড় পাঙ্গাসী গার্লস হাইস্কুল, উল্লাপাড়া।
- নুরুন্নাহার জয়নাল আবেদীন বড় পাঙ্গাসী দাখিল মাদ্রাসা, উল্লাপাড়া।
- বড় পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উল্লাপাড়া।
- বড় পাঙ্গাসী হাফিজিয়া মাদ্রাসা, উল্লাপাড়া।
- সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ
- কয়ড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়ড়া,উল্লাপাড়া।
- কয়ড়া ফাজিল মাদ্রাসা, কয়ড়া, উল্লাপাড়া।
- দাদপুর উচ্চ বিদ্যালয়, কয়ড়া, উল্লাপাড়া।
- কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয়,কয়ড়া, উল্লাপাড়া।
- উল্লাপাড়া বিজ্ঞান কলেজ, সিরাজগঞ্জ
- মোমেনা আলি বিজ্ঞান স্কুল, উল্লাপাড়া
- আনোয়ারা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সিরাজগঞ্জ
- উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারী স্কুল এন্ড কলেজ।
- গয়হাট্টা সালেহা ইসহাক বহুমুখী উচ্চ বিদ্যালয়
- উধুনিয়া মানিকজান উচ্চবিদ্যালয়।
- তেলিপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন।
- পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়।
- মোহনপুর কে.এম. ইনষ্টিটিউশন
- বাঙালা কাজী ছাইদুর রহমান স্মৃতি উচ্চ বিদ্যালয়
- বংকিরাট উচ্চ বিদ্যালয়।
- মোহনপুর উচ্চ বালিকা বিদ্যালয়।
- চয়ড়া উচ্চ বিদ্যালয়।
- সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়।
- উনুখা পাগলা পীর উচ্চ বিদ্যালয়।
- এলংজানী উচ্চ বিদ্যালয়।
- নলসোন্দা উচ্চ বিদ্যালয়।
- ধামাইকান্দি কেফায়েত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়।
- বিনায়েকপুর উচ্চবিদ্যালয়।
- হাওড়া উচ্চ বিদ্যালয়।
- সলপ উচ্চ বিদ্যালয়।
- কালিয়াকৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়।
- ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয়।
- বড়হর স্কুল এন্ড কলেজ।
- পিয়ারাপুর কুচিয়ামারা উচ্চ বিদ্যালয়।
- চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়
সিরাজগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থানগুলো
আপনি যদি এক নজরে সিরাজগঞ্জ জেলা সম্পর্কে জানতে চান সে ক্ষেত্রে অবশ্যই এর দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানতে হবে। কারণ এখানে দেখার জন্য রয়েছে আধুনিক এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা বিভিন্ন ধরনের স্থান। প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে শিক্ষা সফরে আসে থেকে এই জেলাতে। আসুন এই জেলার সেরা দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নেই।
- বঙ্গবন্ধু সেতুর দুই পাড়,
- চায়না বাঁধ ১,২,৩,৪
- শিশু রাসেল পার্ক
- ইকোপার্ক
- রবীন্দ্র কাছারি বাড়ি,
- আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ,বেলকুচি
- এনায়েতপুরী পীর সাহেবের মাজার এবং মসজিদ,
- নিমগাছি জয়সাগর,রায়গঞ্জ
- ছাগলা পাগলার দহ, কামারখন্দ উপজেলা
- চলন বিল,তাড়াশ
- ইলিয়ট সেতু, যা লোহার ব্রিজ বা বড় পুল নামে পরিচিত, সিরাজগঞ্জ সদর;
- সান্যাল জমিদার বাড়ি
- আটঘড়িয়া জমিদার বাড়ি
- শিব মন্দির
- নবরত্ন মন্দির, সলংগা
- বেহুলার কুপ,তাড়াশ
- ধুবিল কাটার মহল জমিদার বাড়ি,সলংগা
- রাউতারা জমিদার বাড়ি
এক নজরে সিরাজগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিরা
এই জেলাতে এমন কিছু বিখ্যাতবর্গের বসবাস রয়েছে যারা দীর্ঘ সময় পর্যন্ত উন্নয়ন করে গেছে সিরাজগঞ্জের। এছাড়া রয়েছে আরও বিভিন্ন ধরনের ব্যক্তিরা যারা আপ্রাণ চেষ্টা করছে এই উন্নয়নের জন্য। আমরা তাদের তালিকা দেখে নেই।
- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী[বাংলাদেশ আওয়ামী লীগ ও ন্যাপ এর প্রতিষ্ঠাতা সভাপতি
- ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী
- মনজুর কাদের, সাবেক প্রতি মন্ত্রী
- আব্দুল মজিদ মন্ডল
- মাওলানা খোন্দকার আব্দুর রশীদ তর্কবাগীশ[, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি
- গাজী আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সদস্য[৭]
- মনসুর আলী, জাতীয় চার নেতার একজন,সাবেক প্রধানমন্ত্রী।
- জাহিদ হাসান, অভিনেতা
- আলীরাজ, অভিনেতা
- হৈমন্তী শুক্লা
- আব্দুল্লাহ আল মাহমুদ ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় শিল্পমন্ত্রী।
- এম এ মতিন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও জাপার প্রতিষ্ঠাতা মহাসচিব।
- আবদুল খালেক (শিক্ষাবিদ)
- আবদুল মমিন তালুকদার -সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ
- মোহাম্মদ নাসিম সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ
- আবদুল লতিফ মির্জা
- ডঃ আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
- কবি মহাদেব সাহা
- ফজলে লোহানী
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
- সুচিত্রা সেন
- যাদব চন্দ্র চক্রবর্তী
- মোহাম্মদ নজিবর রহমান, সাহিত্যরত্ন[১০]
- ফতেহ লোহানী
- ছবি বিশ্বাস,অভিনেতা
- মহাদেব সাহা
- কে জি মুস্তফা - সাংবাদিক কলামিষ্ট, ভাষা সৈনিক (একুশে পদক প্রাপ্ত)
- রফিকুল ইসলাম সেখ
- কবির বিন আনোয়ার, সচিব।
- দেওয়ান নজরুল
- আবু হেনা মোস্তফা কামাল - শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, গীতিকার (একুশে পদক প্রাপ্ত)
- মুন্সি কবির উদ্দিন আহমেদ - শহীদ মু্ক্তিযোদ্ধা, সমাজসেবক (স্বাধীনতা পদক প্রাপ্ত)
- শেখ সাত্তার আলফা - জয় বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা
- রজনীকান্ত সেন (স্বাধীনতার সুখ কবিতার কবি)
- আরিফুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিমান কার্টুনিস্ট, চিত্রশিল্পী।
- আলম খান: গীতিকার ও সুরকার।
- মোহাম্মদ বরকতুল্লাহ- বিংশ শতাব্দীর প্রথম ভাগের অন্যতম মুসলমান বাঙালী চিন্তাবিদ ও সাহিত্যিক
- খাজা ইউনুস আলী
- আবু হাসান শাহরিয়ার
- তৌকির আহমেদ
- ইবনে মিজান
- কে এম আব্দুস সালাম, সচিব
- মকবুলা মনজুর, লেখক
- মলয় ভৌমিক
এই প্রতিবেদনের মাধ্যমে আশা করি আপনারা এক নজরে সিরাজগঞ্জ জেলা সম্পর্কে জানতে পেরেছেন। এরকম আরো অন্যান্য জেলা সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট নিয়মিত দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024