ইমরান আল মামুন
এক নজরে রাজশাহী জেলার ইতিহাস
আমাদের আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে এক নজরে রাজশাহী জেলা সম্পর্কে। আধুনিক শহর কেন বিখ্যাত এবং কি জন্য প্রতিবছর এখানে মানুষ ঘুরতে যায় এই সকল বিষয় সহ সকল বিষয় সম্পর্কে তুলে ধরা হবে আজকের এই প্রতিবেদনে।
অর্থাৎ আজকের এই প্রতিবেদনে আপনারা রাজশাহী জেলা সম্পর্কে সকল তথ্যগুলো এবং কঠিন বিষয় গুলো জানতে পারবেন। আসুন তাহলে আমরা আজকে বেশি কথা না বাড়িয়ে আলোচনার মূল প্রসঙ্গে চলে যায় সরাসরি।
এক নজরে রাজশাহী জেলার ইতিহাস
বলতো রাজশাহী জেলা এর নামকরণ করা হয় অক্ষয় কুমারের মৈত্রির নাম অনুসারে রাজশাহী। মিস্টার গ্রান্ড বলেছেন রানী ভবানীর জমিদারিকে বলা হতো রাজশাহী আর সেখান থেকে প্রচলন হয়ে আসছে এর নাম। বিভিন্ন ধরনের মতবাদ থাকলেও পরিপূর্ণভাবে এর কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ জেলাটি বাংলাদেশের সীমান্ত প্রান্তের দিকে অবস্থিত। শুধুমাত্র এটি জেলা নয় এর নামে বিভাগ রয়েছে। বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে তার মধ্যে ধারণা করা হয় রাজশাহী সবচেয়ে আধুনিক এবং পরিষ্কার-পরিচ্ছন্ন একটি শহর। এই জেলার ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা এখন জানি।
জেলাটির উত্তর দিতে রয়েছে নওগাঁ এবং দক্ষিণ দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, কুষ্টিয়া এবং পদ্মা নদীর কিছু অংশ। পূর্ব দিকে রয়েছে নাটোর জেলা এবং পশ্চিমে চাপাইনবাবগঞ্জের কিছু অংশ। দেশের প্রধানতম নদীর কোল ঘেষে রয়েছে এর বেশি কিছু অংশ এবং ভারতের সীমা রয়েছে অনেক। ১৯৭২ সালে এটি জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।
রাজশাহী জেলার আয়তন এবং জনসংখ্যা
আয়তন এবং জনসংখ্যার দিক থেকে রয়েছে বেশ এগিয়ে। ২০২২ সালের হিসাব অনুযায়ী এখানে মোট জনসংখ্যা হচ্ছে 29 লক্ষ 13 হাজার 867 জন। এছাড়াও এর সাক্ষরতার হার হচ্ছে ৭৫ শতাংশ যা তুলনামূলকভাবে অনেক বেশি। শাহী জ্বালার মোট আয়তন হচ্ছে ১২০ বর্গ কিলোমিটার।
রাজশাহী জেলার বিভিন্ন প্রশাসনিক এলাকা সমূহ
একটি জেলার মানুষ কতটুকু নিরাপদে বসবাস করছেন এবং কতটুকু সরকারি সেবা পাচ্ছেন সেটি নির্ভর করে সে অঞ্চলের প্রশাসনিক অঞ্চল এবং অফিসগুলোর উপর। দেখে নেই রাজশাহী জেলার কিছু প্রশাসনিক অঞ্চল সমূহ এবং এর উপজেলা সহ বেশ কয়েকটি ইউনিয়নের নাম।
গোদাগাড়ী উপজেলা
- পাকড়ী ইউনিয়ন
- রিশিকুল ইউনিয়ন
- গোগ্রাম ইউনিয়ন
- গোদাগাড়ী ইউনিয়ন
- মোহনপুর ইউনিয়ন
- মাটিকাটা ইউনিয়ন
- দেওপাড়া ইউনিয়ন
- বাসুদেবপুর ইউনিয়ন
- চর আষাড়িয়াদহ ইউনিয়ন
তানোর উপজেলা
- কলমা ইউনিয়ন
- চান্দুড়িয়া ইউনিয়ন
- বাধাইড় ইউনিয়ন
- পাঁচন্দর ইউনিয়ন
- তালন্দ ইউনিয়ন
- কামারগাঁ ইউনিয়ন
- সরঞ্জাই ইউনিয়ন
মোহনপুর উপজেলা
- রায়ঘাটি ইউনিয়ন
- বাকশিমইল ইউনিয়ন
- ধুরইল ইউনিয়ন
- ঘাসিগ্রাম ইউনিয়ন
- মৌগাছি ইউনিয়ন
- জাহানাবাদ ইউনিয়ন
বাগমারা উপজেলা
- গোবিন্দপাড়া ইউনিয়ন
- নরদাশ ইউনিয়ন
- মাড়িয়া ইউনিয়ন
- গণিপুর ইউনিয়ন
- দ্বীপপুর ইউনিয়ন
- যোগিপাড়া ইউনিয়ন
- সোনাডাঙ্গা ইউনিয়ন[২]
- বড়বিহানালী ইউনিয়ন
- আউচপাড়া ইউনিয়ন
- শ্রীপুর ইউনিয়ন
- বাসুপাড়া ইউনিয়ন
- কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন
- শুভডাঙ্গা ইউনিয়ন
- গোয়ালকান্দি ইউনিয়ন
- হামিরকুৎসা ইউনিয়ন
- ঝিকড়া ইউনিয়ন
দুর্গাপুর উপজেলা
- নওপাড়া ইউনিয়ন
- জয়নগর ইউনিয়ন
- ঝালুকা ইউনিয়ন
- পানানগর ইউনিয়ন
- কিসমত গণকৈড় ইউনিয়ন
- দেলুয়াবাড়ী ইউনিয়ন
- মাড়িয়া ইউনিয়ন
বাঘা উপজেলা
- বাজুবাঘা ইউনিয়ন
- আড়ানী ইউনিয়ন
- চকরাজাপুর ইউনিয়ন
- গড়গড়ি ইউনিয়ন
- পাকুড়িয়া ইউনিয়ন
- বাউসা ইউনিয়ন
- মনিগ্রাম ইউনিয়ন
চারঘাট উপজেলা
- ইউসুফপুর ইউনিয়ন
- চারঘাট ইউনিয়ন
- ভায়ালক্ষীপুর ইউনিয়ন
- শলুয়া ইউনিয়ন
- সরদহ ইউনিয়ন
- নিমপাড়া ইউনিয়ন
পবা উপজেলা
- দর্শনপাড়া ইউনিয়ন
- বড়গাছি ইউনিয়ন
- পারিলা ইউনিয়ন
- হুজুরিপাড়া ইউনিয়ন
- দামকুড়া ইউনিয়ন
- হরিপুর ইউনিয়ন,
- হরিয়ান ইউনিয়ন
- হড়গ্রাম ইউনিয়ন
পুঠিয়া উপজেলা
- পুঠিয়া ইউনিয়ন
- জিউপাড়া ইউনিয়ন
- বেলপুকুরিয়া ইউনিয়ন
- শিলমাড়িয়া ইউনিয়ন
- বানেশ্বর ইউনিয়ন
- ভালুকগাছী ইউনিয়ন
একনজরে রাজশাহী জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
একটি জেলার মানুষ কতটা শিক্ষিত হবে এবং সাক্ষরতার হার বাড়বে সেটি নির্ভর করে ওই জেলার শিক্ষা মানের ওপর। শিক্ষার মান নির্ভর করে সম্পূর্ণ ওই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের উপর। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অনুসারে প্রত্যেক বছর রাজশাহী বোর্ডের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়ে থাকে। রাজশাহী জেলার ফলাফল আরো বেশি ভালো হয়ে থাকে। এখন আমরা রাজশাহী জেলার বিভিন্ন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানব।
- বারিন্দ মেডিকেল কলেজ
- শাহ মখদুম মেডিকেল কলেজ
- বারিন্দ ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স
- প্রাইম ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি
- বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিকেল ইনস্টিটিউট
- উদয়ন ডেন্টাল কলেজ
- ইসলামী ব্যাংক নার্সিং কলেজ
- উদয়ন নার্সিং কলেজ
- এম রহমান নার্সিং ইনস্টিটিউট
- রাজশাহী কারিগরি ও জরীপ মহাবিদ্যালয়
- সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়
- রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- মির্জা নার্সিং কলেজ
- প্রভাতী নার্সিং ইনস্টিটিউট
- মমতা নার্সিং ইনস্টিটিউট
- ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ
- গ্লোবাল নার্সিং ইনস্টিটিউট
- ডায়াবেটিক এসোসিয়েশন নার্সিং কলেজ
- শাহ মখদুম নার্সিং কলেজ
- নার্সিং ইনস্টিটিউট, খ্রিস্টিয়ান মিশন হাসপাতাল
- রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট
- রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট
- শাহ মখদুম নার্সিং ইনস্টিটিউট
- ডাঃ জুবাইদা খাতুন নার্সিং ইনস্টিটিউট
- জননী নার্সিং ইনস্টিটিউট
- প্রিমিয়ার নার্সিং ইনস্টিটিউট
- নগর নার্সিং ইনস্টিটিউট
- রাজশাহী কলেজ
- শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ
- শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ
- রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
- রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজ
- রাজশাহী কলেজিয়েট স্কুল
- হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়
- রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল
- রাজশাহী সরকারি সিটি কলেজ
- নিউ গভর্নমেন্ট ডিগ্রী কলেজ, রাজশাহী
- রাজশাহী সরকারি মহিলা কলেজ
- পি এন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ
- রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ
- ধোকড়াকুল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
- হাউজিং এষ্টেট বালিকা উচ্চ বিদ্যালয়
- পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয
- বঙ্গবন্ধু কলেজ রাজশাহী
- গভঃ ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী
- হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়
- পুলিশ লাইনন্স স্কুল এন্ড কলেজ
- শহীদ নজমুল হক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- মেট্রোপলিটন কলেজ
- বিনোদপুর কলেজ
- শাহ্ মখদুম কলেজ
- ইডেন কিডস স্কুল
- অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়
- ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়
- ধোকড়াকুল উচ্চ বিদ্যালয়
রাজশাহী জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো
রাজশাহী জেলাতে অসংখ্য প্রাকৃতিক দৃশ্যময় এবং আধুনিক তৈরি বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানগুলো রয়েছে। এখানে রাজশাহী জেলার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণে এসে থাকেন। আসুন এই সকল দর্শনের স্থানগুলো সম্পর্কে দেখে নেই। কারণ এক নজরে রাজশাহী জেলা সম্পর্কে জানতে হলে এ বিষয়গুলো জানতে হবে।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- গোয়ালকান্দি জমিদার বাড়ি
- হাজারদুয়ারি জমিদার বাড়ি
- পদ্মা নদীর বাঁধ
- পুঠিয়া রাজবাড়ি
- রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা
- বরেন্দ্র জাদুঘর
- রাজা কংস নারায়ণের মন্দির
- তামলি রাজার বাড়ি
- শহীদ জিয়া শিশু পার্ক
- পদ্মা গার্ডেন
- বাঘা মসজিদ
রাজশাহী জেলার বিখ্যাত ব্যক্তিবর্গের তালিকা
জেলাটির শুরু থেকে শেষ পর্যন্ত অনেক বিখ্যাত ব্যক্তির হয়েছে। যারা রাজশাহী উন্নয়নের ভূমিকা পালন করেছে আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে নিজেকে নিয়োজিত করতে পেরেছে। তাদের এই নামের তালিকা দেখে নেই এখন।
- জাহান পান্না - রাজনীতিবিদ।
- আয়েন উদ্দীন [৭] - রাজনীতিবিদ।
- রিজিয়া পারভীন - কণ্ঠশিল্পী।
- শর্মিলী আহমেদ - বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী।
- চারু মজুমদার - মাওবাদী রাজনীতিবিদ।
- জিনাতুন নেসা তালুকদার - রাজনীতিবিদ।
- আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান - রাজনীতিবিদ ও জাতীয় নেতা।
- অক্ষয়কুমার মৈত্রেয় - ভারতীয় ইতিহাসবেত্তা।
- রাণী ভবানী - রাজশাহীর জমিদার।
- সেলিনা হোসেন - বাংলাদেশী কথাসাহিত্যিক।
- নুসরাত ইমরোজ তিশা - অভিনেত্রী।
- শাহরিয়ার আলম - পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজনীতিবিদ।
- খোদা বক্স মৃধা - ক্রীড়া ধারাভাষ্যকার।
- মুহিন - গায়ক।
- মাহিয়া মাহী - চিত্রনায়িকা।
- ফজলে হোসেন বাদশা - সংসদ সদস্য, রাজশাহী-২।
- আবু হেনা - বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা।
- এ এইচ এম খায়রুজ্জামান লিটন - রাজনীতিবিদ।
- মিজানুর রহমান মিনু - রাজনীতিবিদ।
- হাসান আজিজুল হক - সাহিত্যবিদ।
- নাজমুল হোসেন শান্ত - বাংলাদেশী ক্রিকেট।
- নাদিম মোস্তফা - রাজনীতিবিদ।
- সরদার আমজাদ হোসেন - রাজনীতিবিদ।
- সরদার মোহাম্মদ জাহাঙ্গীর - রাজনীতিবিদ।
- কবির হোসেন - রাজনীতিবিদ।
- আমিনুল হক - রাজনীতিবিদ।
- ওমর ফারুক চৌধুরী - রাজনীতিবিদ।
- এন্ড্রু কিশোর - কণ্ঠশিল্পী।
- পান্না ঘোষ - মহিলা ক্রিকেটার।
এই প্রতিবেদনে আপনারা এক নজরে রাজশাহী জেলা সম্পর্কে জানবেন। এই জেলাটির মতো আরো অন্যান্য জেলা সম্পর্কে জানার জন্য আপনাদের সারা বাংলা খবর দেখুন। আমাদের পত্রিকায় বিভিন্ন ধরনের যারা সম্পর্কে সকল তথ্যগুলো দেওয়া হয়ে থাকে
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024