ইমরান আল মামুন
এক নজরে নওগাঁ জেলা
আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এক নজরে নওগাঁ জেলা সম্পর্কে। রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত এই জেলা প্রতিনিয়ত উন্নয়ন করে আসছে এবং বাংলাদেশ পরিচিতি লাভ করতেছে।
নওগাঁ জেলার ইতিহাস
মূলত এই জেলাটির নামের উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ থেকে। ফরাসি শব্দ নও ( নতুন ) এবং বাংলার গা মানে গ্রাম এ শব্দ থেকে মিলে হয়েছে নওগাঁ। এই জ্বালার ইতিহাস খুব বেশি দূর নয় এটি ১৯৮৪ সালের পহেলা মার্চ ভারতীয় উপজেলা নিয়ে জেলা হিসেবে প্রচেষ্টায় লাভ করে। এর ভৌগোলিক অবস্থা এবং বিভিন্ন ধরনের কাজকর্ম চলে আসছে কয়েক শত বছর আগে থেকেই।
নওগাঁ জেলার ভৌগোলিক অবস্থান এবং আয়তন, জনসংখ্যা
নওগাঁ জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত। রাজশাহীর বিভাগীয় প্রশাসনিক অন্তর্ভুক্ত এটি। যদি জেলা হিসাবে ধরা হয় তাহলে এর বিভক্ত এই জেলাটি। নওগাঁর উত্তর দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণ দিকে রয়েছেন নাটোর জেলা এবং রাজশাহীর কিছু অংশ, পশ্চিম দিকে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং পূর্বে রয়েছে বগুড়া জেলা এবং জয়পুরহাটের কিশোরগঞ্জ। এখানে মোট জনসংখ্যা হচ্ছে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ২৬ লক্ষ। আর মোট আয়তন হচ্ছে ৩৪৩৫ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে।
একনজরে নওগাঁ জেলার প্রশাসনিক অঞ্চল সমূহ
নওগাঁ জেলাতে রয়েছে সর্বমোট ১১ টি উপজেলা এবং প্রত্যেকটি উপজেলাতে রয়েছে বেশ কয়েকটি করে ইউনিয়ন। এই সকল ইউনিয়ন থেকে মানুষজন বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে এবং উপজেলা থেকেও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেন। আমরা এই সকল অঞ্চল সম্পর্কে এখন আমরা জেনে নেই।
পত্নীতলা উপজেলা
- পত্নীতলা ইউনিয়ন
- আমাইড় ইউনিয়ন
- শিহাড়া ইউনিয়ন
- নিরমইল ইউনিয়ন
- দিবর ইউনিয়ন
- আকবরপুর ইউনিয়ন
- মাটিন্দর ইউনিয়ন
- ঘোষনগর ইউনিয়ন
- কৃষ্ণপুর ইউনিয়ন
- পাটিচরা ইউনিয়ন
- নজিপুর ইউনিয়ন
ধামইরহাট উপজেলা
- ধামইরহাট ইউনিয়ন
- খেলনা ইউনিয়ন
- আগ্রাদ্বিগুন ইউনিয়ন
- আলমপুর ইউনিয়ন
- উমার ইউনিয়ন
- আড়ানগর ইউনিয়ন
- ইসবপুর ইউনিয়ন
- জাহানপুর ইউনিয়ন
মহাদেবপুর উপজেলা
- মহাদেবপুর সদর ইউনিয়ন
- চেরাগপুর ইউনিয়ন
- ভীমপুর ইউনিয়ন
- হাতুড় ইউনিয়ন
- খাজুর ইউনিয়ন
- চাঁন্দাশ ইউনিয়ন
- রাইগাঁ ইউনিয়ন
- উত্তরগ্রাম ইউনিয়ন
- এনায়েতপুর ইউনিয়ন
- সফাপুর ইউনিয়ন
পোরশা উপজেলা
- নিতপুর ইউনিয়ন
- মশিদপুর ইউনিয়ন
- তেঁতুলিয়া ইউনিয়ন, পোরশা
- ছাওড় ইউনিয়ন
- ঘাটনগর ইউনিয়ন
- গাংগুরিয়া ইউনিয়ন
সাপাহার উপজেলা
- সাপাহার ইউনিয়ন
- গোয়ালা ইউনিয়ন
- তিলনা ইউনিয়ন
- আইহাই ইউনিয়ন
- পাতাড়ী ইউনিয়ন
- শিরন্টি ইউনিয়ন
বদলগাছী উপজেলা
- বদলগাছী
- আধাইপুর
- বালুভরা
- মথুরাপুর
- পাহাড়পুর
- মিঠাপুর
- বিলাশবাড়ী
- কোলা
মান্দা উপজেলা
- ভারশোঁ ইউনিয়ন
- কশব ইউনিয়ন
- বিষ্ণুপুর ইউনিয়ন
- ভালাইন ইউনিয়ন
- পরানপুর ইউনিয়ন
- মৈনম ইউনিয়ন
- মান্দা ইউনিয়ন
- গনেশপুর ইউনিয়ন
- প্রসাদপুর ইউনিয়ন
- কুশুম্বা ইউনিয়ন
- কালিকাপুর ইউনিয়ন
- কাঁশোপাড়া ইউনিয়ন
- তেতুলিয়া ইউনিয়ন
- নুরুল্লাবাদ ইউনিয়ন
নিয়ামতপুর উপজেলা
- হাজীনগর ইউনিয়ন
- শ্রীমন্তপুর ইউনিয়ন
- বাহাদুরপুর ইউনিয়ন
- চন্দননগর ইউনিয়ন
- ভাবিচা ইউনিয়ন
- পাঁড়ইল ইউনিয়ন
- নিয়ামতপুর ইউনিয়ন
- রসুলপুর ইউনিয়ন
আত্রাই উপজেলা
- শাহাগোলা ইউনিয়ন
- ভোঁপাড়া ইউনিয়ন
- কালিকাপুর ইউনিয়ন
- হাটকালুপাড়া ইউনিয়ন
- আহসানগঞ্জ ইউনিয়ন
- পাঁচুপুর ইউনিয়ন
- মনিয়ারী ইউনিয়ন
- বিশা ইউনিয়ন
রাণীনগর উপজেলা
- রাণীনগর ইউনিয়ন
- একডালা ইউনিয়ন
- মিরাট ইউনিয়ন
- কাশিমপুর ইউনিয়ন, রাণীনগর
- গোনা ইউনিয়ন
- পারইল ইউনিয়ন
- কালিগ্রাম ইউনিয়ন
- বড়গাছা ইউনিয়ন
নওগাঁ সদর উপজেলা
- বর্ষাইল ইউনিয়ন
- কীর্ত্তিপুর ইউনিয়ন
- শিকারপুর ইউনিয়ন
- শৈলগাছী ইউনিয়ন
- বক্তারপুর ইউনিয়ন
- তিলকপুর ইউনিয়ন
- হাপানিয়া ইউনিয়ন
- চন্ডিপুর ইউনিয়ন
- বলিহার ইউনিয়ন
- দুবলহাটী ইউনিয়ন
- বোয়ালিয়া ইউনিয়ন
- হাঁসাইগাড়ী ইউনিয়ন
শিক্ষা প্রতিষ্ঠান
নওগাঁ জেলাতে রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান যেগুলো থেকে প্রত্যেক বছর কয়েক লক্ষ শিক্ষার্থীর পড়াশোনা করে বের হয়ে আসেন। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীরা পড়ে দেশের উন্নয়নের ভূমিকা পালন করে এবং নওগাঁর উন্নয়নে প্রভাব ফেলে। দেখে নেই শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা সম্পর্কে।
- বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ৭৫টি
- সরকারি মেডিকেল কলেজ: ১টি
- বিশ্ববিদ্যালয় কলেজ: ১টি
- সরকারি মহাবিদ্যালয়: ৬টি
- বেসরকারি মহাবিদ্যালয়: ৭৪টি
- বেসরকারি কৃষি কলেজ: ২টি
- সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১৩৭৪টি
- রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ৪৮২টি
- সরকারি উচ্চ বিদ্যালয়: ৪টি
- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়: ৩৭৫টি
- কামিল মাদ্রাসা: ২টি
- ফাজিল মাদ্রাসা: ৩৩টি
- আলিম মাদ্রাসা: ৪০টি
- দাখিল মাদ্রাসা: ২০২টি
- শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই): ১টি
- পলিটেকনিক ইন্সটিটিউট: ১টি
- সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ: ২টি
- এসএসসি (ভোকেশনাল) স্কুল: ৩৮টি
- এইচএসসি (বিএম) কলেজ: ৪৪টি
নওগাঁ জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো
যদি এক নজরে নওগাঁ জেলা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এর বিখ্যাত স্থানগুলো সম্পর্কেও জানতে হবে। কারণ এখানে প্রত্যেক বছর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ করতে আসে লক্ষ লক্ষ মানুষ। এই তালিকাটি দেখে নেই কোন কোন ধর্ষণের স্থান রয়েছে এখানে।
- জগদ্দল বিহার
- দিব্যক জয়স্তম্ভ
- পতিসর রবীন্দ্র কাছারি বাড়ি
- তালের গাছ সাম্রাজ্য (ঘুঘুডাঙ্গা নিয়ামতপুর)
- পাহাড়পুর বৌদ্ধবিহার
- কুসুম্বা মসজিদ
- রঘুনাথ মন্দির- ঠাকুরমান্দা
- বরেন্দ্র গার্ডেন শিশু পার্ক নিয়ামতপুর
- বলিহার রাজবাড়ী
- শালবন
- জবই বিল
- মাহীসন্তোষের মাজার
- ভবানীপুর জমিদার বাড়ি
- ভিমের পান্টি
- আলতাদীঘি জাতীয় উদ্যান
- দিবরের দীঘি
- হলুদ বিহার
- কামতা এস,এন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ভান্ডারগ্রাম
- ইসলামগাঁথী প্রাচীন মসজিদ ও মঠ
- অগ্রপুরী বিহার
- রাতোয়াল বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, রাতোয়াল
আশা করা যাচ্ছে এর প্রতিবেদনের মাধ্যমে আপনারা এক নজরে নওগাঁ জেলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এই রকম আরো অন্যান্য জেলার বিভিন্ন তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের সারা বাংলা ক্যাটাগরি দেখবেন।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024