রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ: গ্রেপ্তার ৩
হামলা-পাল্টা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ জন। ছবি- আই নিউজ
বানারীপাড়ায় বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থকদের হামলা ও পাল্টা হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী ৪৫/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। একই রাতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী ঈগল প্রতীকের এ কে ফাইয়াজুল হক রাজুর মেয়ে তাহরিন হক বাদী হয়ে ১৯ জনকে সুনির্দিষ্ট ও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে ঈগল প্রতীকের সমর্থক সাইজউদ্দিন, মিরাজ ও মন্টু ওরফে সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
এ প্রসঙ্গে,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, দুই পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে দুই মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে নৌকা মার্কার সমর্থক ও ঈগলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪/১৫জন নৌকার সমর্থক নেতা-কর্মী গুরুতর আহত হন। এদিকে বিশারকান্দিতে নৌকার সমর্থকদের ওপর হামলার খবর পেয়ে উপজেলার পশ্চিম বাইশারী এলাকায় তাদের আটকানোর চেষ্টার সময় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেখানেও কয়েকজন নেতা-কর্মী আহত হন।
এসময় ১৪-১৫টি মটরসাইকেলে অগ্নিসংযোগ ও ৪টি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মো. ইজাজুল হকের নেতৃত্বে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
মঙ্গলবার রাত ৮টার দিকে বরিশাল জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মো. শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার ওহিদুল ইসলাম পিপিএম ঘটনাস্থল পরির্দশন করেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024