অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর)
সাবেক গণশিক্ষা মন্ত্রীর আসনে নেই ভোটের উত্তাপ
ছবি- আই নিউজ
দিনাজপুরের ছয়টি নির্বাচনী আসনের একটিতে ভোটের উত্তাপ নেই। শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় লাগাতার সাত বারের এমপি এবং অষ্টম বারের মতো নৌকার প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি অনেকটাই শঙ্কামুক্ত। নির্বাচনী মাঠ ঘুরে দলীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে অষ্টম বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন জাতীয় পার্টির অ্যাড. মো. নূরুল ইসলাম (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. শওকত আলী (আম), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হক (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন পার্বতীপুর উপজেলার এক ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী মো. হযরত আলী বেলাল (ট্রাক)।
ভোটের নির্বাচনী প্রচারনা শুরুর দিন থেকেই আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী সকল দলমত ও সর্বমহলে সৎ, নির্ভোগ, মানবিক মানুষ হিসেবে পরিচিত বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী জনসভা চালিয়ে যাচ্ছেন। একইভাবে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণসহ ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন।
প্রথমদিকে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারনা দেখা না গেলেও শেষ মুহুর্তে ব্যাপক প্রচারনা শুরু করেছেন তারাও। জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম ও তার নেতাকর্মী সমর্থকরা গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনা জনসভা চালিয়ে যাচ্ছেন জোরেশোরে।
সমান তালে প্রচারনা দেখা যাচ্ছে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হককেও। প্রচারনা চালাচ্ছেন ট্রাক প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলালকেও। তবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী শওকত আলীকে এখন তেমন প্রচারনায় দেখা যাচ্ছে না। অধিকাংশ ভোটারই তার চেহারাও দেখেননি।
জাতীয় পার্টির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নির্বাচনে নৌকার সঙ্গে লাঙ্গলের শক্ত প্রতিদ্ব›দ্বীতা হবে। অনেকে ভাবছেন ফাঁকা মাঠে নৌকার প্রার্থী জিতে যাবেন এমনটি ভাবার কোন কারণ নেই।
কারণ এখন পর্যন্ত এই নির্বাচনী আসনে লাঙ্গলের অবস্থান অনেকভালো। ভোটের দিন যত এগিয়ে আসছে, লাঙ্গলের প্রতি ভোটারদের ততই বেশি আগ্রহ বাড়ছে। আশা করছি এবার এ আসনে লাঙ্গলের প্রার্থী জয়ী হবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল বলেন, আমরা কোনো প্রার্থীকেই দুর্বল ভাবছি না। তবে অষ্টম বারের মতো নৌকার প্রার্থী এলাকার মাটি ও মানুষের নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধ্যমত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মানুষের কাছে তুলে ধরছেন এলাকার সার্বিক উন্নয়নসহ প্রার্থীর মানবিকতার গুণাবলীর চিত্র। প্রার্থীও গণসংযোগসহ নির্বাচনী জনসভা অব্যাহত রেখেছেন নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। এই আসনে কোনো প্রকার আচরণবিধি ভঙ্গে কোনো ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে আর ঘটবেও না। কারণ সব প্রার্থীই নিজ নিজ কথা নিজের মতো করে তুলে ধরছেন ভোটারদের কাছে। এতে কেউ কোনো প্রকার বাধা দিচ্ছে না। ফলে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে এ আসনের নির্বাচনী মাঠে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার একটি পৌরসভাসহ সাত ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১লাখ ৫০ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৮১৬ জন, নারী ৭৫ হাজার ২২৪ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ১ জন রয়েছেন। মোট ভোটারের মধ্যে মুসলমান ভোটার ১লাখ ২৪ হাজার ২৮০ জন, সনাতন ধর্মালম্বী (হিন্দু) ২১ হাজার ৭০৯ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) ৪ হাজার ৫২ জন রয়েছেন।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024