মো. হাবিবুল হাসান হাবিব ডিমলা (নীলফামারী)
নীলফামারী-১ আসনে আবারও নির্বাচিত হলেন আফতাব উদ্দিন সরকার
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার।
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে নীলফামারী-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকার।
নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনে দলীয় ৬ জন ও স্বতন্ত্র একজন সহ মোট ৭ জন প্রার্থী দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগণনার পর রাতে আসনটির ১৫৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়। এ আসনে ১ লাখ ১৯ হাজার ৯০২টি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আফতাব উদ্দিন সরকারকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) মো. তছলিম উদ্দিন। তিনি পেয়েছেন ২৪ হাজার ৬০১টি ভোট।
এ ছাড়া, বিএনএম মনোনীত জাফর ইকবাল সিদ্দিকী নোঙর প্রতীকে ১৩ হাজার ২১৭টি, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি ৭ হাজার ৩৫৭টি, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এন কে আলম চৌধুরী ১ হাজার ৫৮০টি, বিএনএফ মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ৫১৭টি ও জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. মো. মখদুম আজম মাশরাফি তুতুল ৪৯৫টি ভোট পেয়েছেন।
নির্বাচনে আসনটিতে ১ লাখ ৭১ হাজার ১১৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিলকৃত ভোট ছিল ৩ হাজার ৪২০টি। গণনা শেষে বৈধ ভোট হিসেবে গণ্য হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৯৯টি।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024